তাপসী উপাধ্যায়, উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা, নয়াদিল্লির একজন স্ট্রিট ফুড বিক্রেতা, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাঁকে, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে বিখ্যাত তাপসী। 'বি টেক পানিপুরি ওয়ালি' নামে একটি স্ট্রিট ফুড চেইন চালান এই মহিলা। সব মিলিয়ে বেশ ভালোই চলছিল মহিলার ব🔯্যবসা। এরই মধ্যে এমনই মাহিন্দ্রা কোম্পানির অন্যতম কালেকশন নিয়ে এমনই একটি কাজ করে বসলেন তাপসী উপাধ্যায়। যা দেখে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও রীতিমত অবাক। পুরোটা জানলে হয়ত আপনিও অবাক হবেন।
তাপসীর ওই কর্মকাণ্ডের ভিডিওটি নিজেই শেয়ার করে নিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, তাপসী নিজেই পানিপুরির ঠেলাটিকে মাহিন্দ্রা থারে আটকে নিয়ে যাচ্ছে। থার চালাচ্ছেন মহিলা নিজেই। লাল রঙের গর্জিয়াস থার। ড্রাইভার ওই সাদামাটা মহিলা। নাহ, ড্রাইভার বললে ভুল হবে। তিনিই ওই থারের মালিক। সম্প্রতি ꦏকিনেছেন গাড়িটি। পানিপুরি বিক্রি করেই। আর বিষয়টিই মনে ধরেছে চেয়ারম্যান মাহিন্দ্রার।
তরুণ উদ্যোক্তার সাফল্যে সম্প্রতি মাহিন্দ্রা খুশি হয়ে লিখলেন, ‘মানুষকে এমন ꧟জায়গায় যেতে সাহায্য করতে হবে যেখানে তারা আগে যেতে পারেনি। মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করতে হবে। এবং বিশেষ করে আমরা চাই আমাদের গাড়িগুলি মানুষকে সাহায্য করতে এবং তাদের স্বপ্নগুলিকে বাঁচিয়ে রাখুক।’ এরপরেই মাহিন্দ্রা বলেন, ‘এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি তাপসীর এই ভিডিওটি বিশেষভাবে পছন্দ করলাম।’
মূলত এই প্রথম নয়। মাহিন্দ্রা আগাগোড়াই নিজের কোম্পানির গাড়ি নিয়ে কোনো উল্লেখযোগ্য পোস্ট দেখলে বেশ উৎসাহিত বোধ করেন। পুনরায় 💝সেই ভিডিও টুইট করে কিংবা পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান। এইতো সম্প্রতি, একটা বাচ্চা বলেছিল 🌠৭০০ টাকা দিয়ে থার কেনার কথা। আর এই প্রসঙ্গেই মাহিন্দ্রা টুইট করে বলেন, 'আমি যদি ৭০০ টাকায় আমার গাড়ি বিক্রি করি। তাহলে আমার কোম্পানিই বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, থারের কথা বলতে গেলে, মডেলটি ছয়-সাত মাসেরও বেশি সময় ধরে ট্রেন্ডিং রয়েছে। এখনও পর্যন্ত নির্মাতা SUV এর 2WD ভেরিয়েন্ট চালু করে ভারতীয় বাজারে এটিকে আরও সুবিধাযোগ্য করে তুলতে SUV লাইনআপকে আরও বাড়িয়েছে। আর ৫-দরজা বিশিষ্ট মাহিন্দ্রা থার শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা 🌼যাচ্ছে। ভারতে পরীক্ষিত মডেলের গোপন ছবি ইতিমধ্যে একাধিকবার ফাঁস হয়েও গিয়েছে।