বিশ্বের প্রথম দশজন ধনীর তালিকায় প্রায়শই নাম থাকে তাঁর। মাইক্রোসফ্টের সহপ্𝓀রতিষ্ঠাতা তিনি। তাঁর নামের আগে সাধারণত বিলিওনেয়ার বা কোটিপতি কথাটাই বসে। অনেকেই হয়তো বুঝতে পারছেন বিল গেটসের কথা বলা হচ্ছে। একেবারেই তাই। সম্প্রতি বিশ্বের চতুর্থ ধনীকেই দেখা গেল হেঁসেল সামলাতে। রান্নাঘরে কী করছিলেন বিল গেটস? সেই ভিডিয়োই এবার ভাইরাল হল নেট দ𓄧ুনিয়ায়। তাঁর কীর্তিকলাপ দেখে রীতিমতো অবাক হয়ে গেল নেট দুনিয়া। অনেকে আবার তুলল প্রশংসার ঝড়। কিন্তু কী কারণে?
আসলে এদিন বিল গেটসকে দেখা যায় রুটি বানাতে। রান্নাঘরে কোনও মেশিন ছাড়াই একেবারে ভারতীয় কায়দায় বেলন চাকি দিয়ে রুটি বেলছিলেন তিনি। তারপর সেটিকে ঘি দিয়েই ভেজে সুস্বাদু তরকারি দিয়ে খেতে দেখা গেল তাঁকে। এদিন রান্নাঘরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেফ এইটান মেট। এইটান মেট আমেরিকার একজন বিখ্যাত সেলেব্রিটি রﷺাঁধুনি। রান্নাবান্না ছাড়াও, সমাজ মাধ্♕যমের একজন বিখ্যাত ব্যক্তিত্ব (ইনফ্লুয়েন্সার) তিনি। তাঁর থেকেই এই রুটি বানানোর রেসিপি শিখে নিচ্ছিলেন বিল গেটস।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন বিল গেটস। সেখানেই তাকে রুটি বানাতে দেখা যায়। ভিডিয়োতে এইটানকে বলেন, আজ রুটি বানাতে তাঁর সঙ্গে রয়েছেন বিল গেটস! পাত্রে আটা ঢেলে বানানোর প্রক্রিয়া শুরুর পর এইটান জান💫ান, তিনি কিছুদিন আগে ভারতের বিহারে ঘুরতে এসেছিলেন। সেখানেই একটি গমচাষের খামারে তিনি রুটি বানাতে শেখেন। দিদি কা রসুইয়ে রুটি বানানোর অভিজ্ঞতার কথাও জানান এইটান। বিল গেটস তা শুনতে শুনতেই আটা মাখছিলেন।
এরপর সটান বিলকে প্রশ্ন করেন এইটান। শেষ কবে রান্না করেছেন? বিল জানান, নিজের স্যুপ গরম করার কথা বললে তা তিনি রোজই করেন। কিন্তু নিজে হাতে রান্না বহুদিন আগে করেছেন! এদিন বিল রুটি বেলতে বেলতে তা কিছুটা ডিমের আকৃতিও হয়ে যায়। পরের দৃশ্যে তাঁকে তাওয়াতে ঘি দিয়ে রুটি সেঁকতে দেখা যায়। এইটান বলেন প্রℱতিদিন দুই থেকে তিন মিনিট সেঁকতে হবে। তারপরেই দুজনকে তরকারি দিয়ে রুটি খেতে দেখা যায়। বিলের রান্নার স্বাদে রীতিমতো বাহবা জানান এইটান🥂। ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গে রিয়্যাক্টের বন্যা বয়ে যেতে থাকে। হাজার হাজার লাইকে ভরে ওঠে বিশেষ রেসিপি পোস্ট!
🦂এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও𒉰। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক