অপেক্ষার অবসান! মহাকাশের উদ্দেশ্যে সাতসকালে রওনা দিল প্রাইভেট স্পেসক্র্যাফট। এবার থেকে মহাকাশে ওড়ার স্বপ্নও সত্যি করতে চলেছে ভার্জিন গ্যালাকটিক। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেই ছিল রিচার্ড ব্র্যানসনের সংস্থার প্রথম উড়ান। আমেরিকার নিউ মেক্সিকো থেকে ভার্জিন গ্যালাকটিক সংস্থার উড়ানটি রওনা দেয় সকালಌ সাড়ে আটটা নাগাদ। কয়েক মিনিটের জন্য মহাকাশের অভিজ্ঞতা অনুভব করবেন ওই বিশেষ যানের আরোহীরা।
(আরও পড়ুন: আলℱুর খোসা ত্বকে মাখলে আদৌ কি উপকার মেলে? আসল সত্যিটা হয়তো জানেন না অনেকেই)
রওনা দেওয়ার পর ওই সংস্থার তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, এক ঘন্টার মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলের🌳 সীমা ছাড়িয়ে মহাকাশে পৌঁছে যাবে বিশেষ যানটি। এর পর কয়েক মিনিটের জন্য দেখা যাবে মহাকাশের মহাজাগতিক দৃশ্য। তার পর আবার ফেরত আসবছ মহাকাশযান। প্রসঙ্গত, মহাকাশ দেখার অদম্য ইচ্ছেয় মহাকাশযানের সওয়ারি হয়েছেন আশি বছরের জন গডউইন। তিনি একজন প্রাক্তন অলিম্পিয়ান। বর্তমানে পার্কিনসনস রোগে আক্রান্ত হলেও মহাকাশ দেখার এই বিশেষ সুযোগ হাতছাড়া করতে চাননি। এছাড়াও ওই মহাকাশযানের সওয়ারি হয়েছেন এক মা-মেয়ে জুটি। ক্যারিবিয়ান মা-মেয়ে জুটি একটি বিশেষ লটারির মাধ্যমে এই মহাকাশযানে চড়ার সুযোগ পান। অন্যদিকে যানের চালক আসনে রয়েছেন দুজন পাইলট ও একজন মহাকাশচারী। প্রসঙ্গত তিনি ভার্জিন গ্যালাকটিক সংস্থার তরফে নিয়োজিত পেশাদার মহাকাশচারী।
(আরও পড়ুন: এক ইনজেকশনই কমাবে ওজন আর হৃদ💯রোগের ঝুঁকি! কী নাম, কোথায় মেলে জানেন)
এই দিন মহাকাশযান মহাকাশে পাড়ি দেওয়ার মুহূর্তের একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করে ভার্জিন গ্যালাকটিক। এক মিনিট এগারো সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যায়, মোট মহাকাশযা♊ন ওড়র মুহুর্তের বেশ কয়েকটি ঝলক। সেই কীভাবে ওড়ার পর তার জ্বালানি জ্বলে উঠে যানটিকে আরও উচ্চ💜তায় পৌঁছে দিল, সেটিই দেখা যায় ভিডিয়োতে। প্রসঙ্গত, ভার্জিন গ্যালাকটিকের উড়ান ঘোষণা করার পর প্রায় ৮০০ জন টিকিট কেটে রেখেছেন। এই উড়ান সফল হলে ৮০০ জনেরও অপেক্ষার অবসান হবে। তাদের মহাকাশ দেখার দিনক্ষণ জানানো হবে কয়েকদিনেই।
প্রসঙ্গত,ভার্জিন গ্যালাকটিকের উড়ানের𒀰 সাফল্য ছাপ ফেলে তার ব্যবসাতেও। এই দিন সংস্থার শেয়ারদর প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। নিউ ইয়র্ক সকাল সাড়ে দশটা নাগাদ ৩.৪৪ ডলার মূল্য দাঁড়ায় প্রতি শেয়ারের। চলতি বছরে বুধবার পর্যন্ত ছবিটা ছিল অন্যরকম। ৩ শতাংশ পড়তির দিকে থাকা শেয়ারদর🌸ই এই দিন চাঙ্গা হয়ে ওঠে।