Weight loss injection: এক ইনজেকশনই কমাবে ওজন আর হৃদরোগের ঝুঁকি! কী নাম, কোথায় মেলে জানেন Updated: 11 Aug 2023, 01:30 PM IST Sanket Dhar Share বেশি ওজনের সমস্যায় ভুগছেন? চিন্তার কোনও কারণই নেই! একটা ইনজেকশনই কমিয়ে দিতে পারে আপনার ওজন। 1/5বেশি ওজন বা ওবেসিটির সমস্যায় আজকাল অনেকেই ভোগেন। এর জন্য নানা ধরনের শরীর খারাপ ছেঁকে ধরে। ওজন বাড়লে ধীরে ধীরে উচ্চ রক্তচাপ, হজমের গোলযোগ, ডায়াবিটিসের মতো রোগ বাসা বাঁধতে থাকে। (Freepik) 2/5তবে এসব থেকে সহজে রেহাই পাওয়ার দিন বোধহয় এসেই গেল। দ্রুত ওজন কমবে এবার। না, ব্যায়াম বা খাওয়া কমিয়ে ওজন কমাতে হবে না। একটা ইনজেকশনই আপনার মেদ ঝরিয়ে দেবে হু হু করে। (Freepik) 3/5শুধু ওজন নয়, বিজ্ঞানীদের দাবি, এই ইনজেকশন হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমিয়ে দেয়। ওজন বেশি হলে রক্তচাপের সমস্যা দেখা দেয়। তা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে থাকে। কিন্তু এই ইনজেকশন নিয়ম করে নিলে ভয় নেই হৃদরোগের। (Freepik) 4/5গবেষকদের কথায়, এই বিশেষ ইনজেকশন প্রতি সপ্তাহে নিয়ম করে নিলে ১২ শতাংশ করে ওজন কমে যায়। একই সঙ্গে এটি হৃদরোগের ঝুঁকি ২০ শতাংশ কমিয়ে দেয়। সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সের তরফে এই তথ্য জানানো হয়েছে। (Freepik) 5/5ব্রিটেনের বাজারে এখনও না এলেও ইতিমধ্যেই সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এই ইনজেকশনের। ‘উইগোভি’ নামের এই বিশেষ ইনজেকশনের প্রশংসায় পঞ্চমুখ অনেক বিজ্ঞানীই। আপাতত এটি বাজারে আসার অপেক্ষা! (Freepik) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি