গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল। এমনটাই বলেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেই ফুটবলই খেলতে দেখা গেল এক🍌দল নানকে(খ্রিষ্টান সন্ন্যাসিনী)। রীতিমতো পাকা ফ𒉰ুটবলারদের কায়দায় ছুটতে, পাস দিতে, শট নিতে দেখা গেল তাঁদের। ইতালির সন্ন্যাসিনীদের এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রোমের এই ভিডিয়োটি মাত্র ১৪ সেকেন্ডের। কিন্তু এটুকু সময়েই বিশ্ববাসীর মন জয় করেছেন চারজন নান। গোল হতেই সকলে মিলে উত্সাহিত করেছেন ওই নানদের। 🔯ফুটবল এমনই এক খেলা যা গোটা বিশ্বকে এক সুতোয় বাঁধতে পারে। আর সেটাই আরও একবার প্রম🍰াণিত হল।
ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। ইতালীয় ভাষায় ক্যাপশন দেওয়া হয়েছে, 'La rivoluzione del punto di vista #sisteract in #Rome'। মোটামুটি অনুবাদ করলে যার অর্থ, '#Rome-এর #sisteract-এর দৃষ্টিভঙ্গির বিপ্লব।'দেখুন সেই ভিডিয়ো :
আরও পড়ুন : অবিশ্বাস্য দাম! ৮ হাজার টাকারও কমে ৬ GB RAM-এর ফোন
সাধারণত নানদের উপর গির্জার আরোপিত কঠোর বিধিনিষেধ থাকে। এগুলির﷽ উর্ধ্বে উঠে, তাঁদের ফুটবল খেলা সত্যিই নতুন সূর্যোদয়ের ♔ইঙ্গিত।