Swallowing Gum: চুইংগাম পেটে চলে গেলে কী হয়? ভিতরে আটকে যেতে পারে কি Updated: 03 May 2024, 03:59 PM IST Suman Roy Share Swallowing Gum: চুইংগাম চিবোতে গিয়ে অনেক সময়েই পেটে চলে যায়। এর ফলে কী হতে পারে? পেটের ভিতরে আটকে েতে পারে কি সেটি? 1/8অনেকেই আছেন যাঁরা সব সময় মুখে একটা চুইংগাম রাখতে ভালোবাসেন। অনেক শিশুও এই ধরনের গাম চিবোতে পছন্দ করে। অনেকে আবার মুখের গন্ধ দূর করতে চুইংগাম খেয়ে থাকেন। কেউ কেউ মুখের মেদ কমাতেও চুইংগাম চিবান। কিন্তু এই চুইংগামও কি ডেকে আনতে পারে বিপদ? 2/8চিবোতে চিবোতে চুইংগাম গিলে ফেললে কী হয়? এমন প্রশ্ন অনেকের মনেই থাকে। অনেকেই মনে করেন, এটি শিশুদের ক্ষেত্রে তো বটেই, বড়দের ক্ষেত্রেও বিপদ ডেকে আনতে পারে। চুইংগাম পেটে চলে গেলে কী হয়? জেনে নিন কী করবেন? 3/8ভুল করে চুইংগাম গিলে ফেলে অনেকেই উদ্বিগ্ন হন। অনেকের ধারণা, চুইংগাম গিলে ফেললে তা পেটে অনেক দিন থেকে যায় বা পাকস্থলীর কোথাও আটকে যায়। আমেরিকার নিউইয়র্ক মেডিক্যাল সেন্টারের গবেষণায় এই বিষয় নিয়ে একটি আশ্চর্য তথ্য উঠে এসেছে। কী বলা হয়েছে সেখানে? 4/8গবেষণার ফল দেখে বিজ্ঞানীরা বলছেন চুইংগাম পেটে চলে গেলে কী হয়। বিজ্ঞানীরা বলেছেন, চুইংগাম চিবোনোর সময়ে যদি ভুল করে গিলে ফেলেন, তবে আতঙ্কিত হবেন না। কারণ অন্য খাবারের মতো এটিও হজম হয়। তবে হজমে একটু বেশি সময় লাগে। 5/8আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড ও এনজাইম রয়েছে, যা সব ধরনের খাবারকে হজম করতে সাহায্য করে। চুইংগামকেও এঘুলি হজম করাতে পারে। তবে সমস্যা অন্য জায়গায়। আর পাঁচটি খাবার যত তাড়াতাড়ি হজম হয়, চুইংগাম তত তাড়াতাড়ি হজম হয় না। চুইংগাম হজম হতে কতক্ষণ লাগে? 6/8সাধারণ খাবার খাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে হজম হয়ে যায়। তবে চুইংগাম গিলে ফেললে তা কয়েক ঘণ্টার মধ্যে সহজে হজম হয় না। হজম হতে দুই থেকে তিন দিন সময় লাগে। কারও কারও ক্ষেত্রে সপ্তাহখানেকও লেগে যেতে পারে। কারণ সবার পাচনতন্ত্র এক রকম নয়। 7/8কারও পেটে এটি দুই থেকে তিন দিনের মধ্যে চুইংগাম হজম হয়। আবার কারও এটি হজম হতে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। এরপর তা হজম হয়ে যায় এবং শরীর থেকে বেরিয়ে যায়। কারও কারও ক্ষেত্রে এটি মলের সঙ্গে বেরিয়ে যেতে পারে। 8/8তাই এতে দুশ্চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, এরকম কিছু ঘটলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা দরকারি। কোনও সমস্যা দেখা দিলে তিনি এর সমাধান করে দিতে পারবেন। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি