অল্প বয়সেই হু হু করে চুল পেকে যাওয়ার সমস্যা ভয়াবহ দিকে যেতে পারে। এই ঘটনা নিয়ে সিরিয়াস না হলে সমস্যা কমবে তো নাই, উল্টে বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যার নেপথ্যে কিছু কারণ রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, মানব দেহে কিছু হেয়ার🐻 ফলিকল থাকে, ফলিকলে থাকে মেলানিন নামের এক ধরণের পিগমেন্ট কোষ। এই কোষই চুলের রঙের নেপথ্য কারণ। ফলিকল পিগমেন্ট হারালে চুল সাদা হয়। চিকিৎসক অনুপ ধির এই বিষয়ে কয়েকটি কারণ নিয়ে আলোচনা করেছেন।
দেখে নেওয়া যাক অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার নেপথ্যে ক𓄧ী কী কারণ থাকতে পারে☂?
মাংস খেলেই গ্যাস, কোষ্ঠকাঠিন্যের 'জ্বাౠ𓂃লা' ভোগায়? ঘরোয়া এই টোটকা দারুন কাজের
-বংশগত কারণে অনেক ♉সময় অনেকেরই অল্প বয়সে চুল সাদা হয়ে যেতে পারে।
-২০১৩ সালের এক গবেষণা অনুযায়ী, অল্প বয়সে চুল সাদা হওয়ার ঘটনা একজন ব্যক্তির মধ্যে ২০ বছর বয়স থেকে দেখা যেতে পারে। এশিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে এটি ২৫ বছর হতে পারে, আর আমেরিকান এশিয়ানদের ক্ষেত্রে এটি ৩০ বছর হতে পারে♊।