পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Pet Care: পোষ্য কুকুরের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? সাহায্য করতে পারে অশ্বগন্ধা আর নিমপাতা
বেশির ভাগ মানুষই চান, তাঁদের পোষ্য যত্নে থাকুক, তার স্বাস্থ্য যেন ভালো থাকে। কিন্তু তার পরেও অনেক সময়েই অসুস্থ হয়ে পড়ে আদরের পোষ্য। বিশܫেষ করে শীতকালে অনেক কুকুরের শরীরখারাপ লেগেই থাকে। জ্বর, খিদে কমে যাওয়া থেকে ত্বকের নানা সমস্যা— শীত এলেই এগুলি বাড়তে থাকে। তবে এর সহজ সমাধান রয়েছে আয়ুর্বেদেই।
আয়ুর্বেদে বলা দু’টি উপাদান পোষ্য কুকুরের জন্য খুবই উপকারী। অশ্বগন্ধা এবং নিম। কোন কোন সমস্যা কমাতে পারꦫ💫ে এই দু’টি? রইল তালিকা।
অশ্বগন্ধা:
- শীতে অনেক কুকুরেরই অস্বস্তি হয়। সেই অস্বস্তি কমিয়ে দিতে পারে, তাদের শান্ত করতে পারে অশ্বগন্ধা।
- শীতকালে অনেক কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অশ্বগন্ধা সেই সমস্যাও কমাতে পারে। বাড়ায় রোগ প্রতিরোধ শক্তি। কমে জ্বর বা নানা সংক্রমণের আশঙ্কা।
- কোথাও চোটআঘাত পেলে, শীতে সেই ব্যথা ভয়ানক বেড়ে যায়। অশ্বগন্ধা ব্যথা কমায় দ্রুত।
- ত্বকের নানা সমস্যা, সংক্রমণের মাত্রাও কমে অশ্বগন্ধার কারণে।
- বুদ্ধি, চনমনে ভাব বাড়ে অশ্বগন্ধার প্রভাবে।
- শুধু শীতেই নয়, সব সময়েই অশ্বগন্ধা নানা ধরনের উপকার করে কুকুরের। কমায় ক্যানসারের আশঙ্কা।
নিম:
- শীতে বহু কুকুরের ত্বকে পোকা হয়। নিমপাতা এগুলিকে প্রতিহত করে।
- শীতকালে বাড়তে পারে ব্যাকটিরিয়া ঘটিত সংক্রমণও। নিম সেই ধরনের সংক্রমণও আটকায়।
- কুকুরের ত্বকে ছত্রাকজাতীয় নানা সংক্রমণ হয় শীতকালে। নিম সেগুলিকেও আটকায়।
- শরীরে জমা দূষিত পদার্থ নানা ধরনের অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়। নিম সেই সমস্যা কমাতে পারে। পোষ্যের শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে।
- ডায়াবিটিসের আশঙ্কা কমিয়ে দিতে পারে নিম।
কী ভাবে অশ্বগন্ধা এবং নিম দেবেন আপনার পোষ্যকে?
যদি ত্বকের সমস্যা কমাতে এগুলি ব্যবহার করতে চান, তাহলে এগুলির তেল কিনতে পারেন। নিয়ম মেনে ত্বকে ব্যব༺হার করলেই হল। আর স্বাস্থ্যের সার্বিক উন্নতির জন্য এগুলির ট্যাবলেটও খাওয়াতে পারেন।
মনে রাখতে হবে:
- এগুলি ব্যবহার করার আগে পোষ্যের চিকিৎসকের পরামর্শ নিন।
- ত্বকে কোথাও কাটা থাকলে, সেখানে এগুলি ব্যবহার করবেন না।
- অশ্বগন্ধা বা নিমের তেল যেন পোষ্যের চোখে না লাগে। তাহলে প্রদাহ হতে পারে।