#HTLS 2019 : 'আয়কর হার কমানো নিয়ে ভাবনাচিন্তা চলছে', বলছেন অর্থমন্ত্রী
1 মিনিটে পড়ুন Updated: 07 Dec 2019, 10:45 AM IST- তবে আয়কর ছাড়ের ঘোষণা কবে করা হবে, তা খোলসা করে বলেননি মোদী সরকারের অর্থমন্ত্রী।
আগামী বাজেটে ব্যক্তিগত আয়কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কর্পোরেট কর ছাড়ের পর থেকেই এই জল্পনা শুরু হয়েছিল। আজ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এসে অর্থমন্ত্রী জানালেন, আয়করের হার 🃏কমানো নিয়ে আলোচনা চলছে।
নরেন্দ্র মোদীর দ্বিতীয় জমানার শুরু থেকেই অর্থনীতি ঝিমিয়ে রয়েছে। একাধিক দাওয়াইয়ের পরও সেই অবস্থার বিশেষ পরিবর্তন চলতি অর্থবর্ষের দ্বিতী🀅য় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হারের পরিসংখ্যান প্রকাশের পর অর্থনীতির শ্লখ গতি আরও প্রকট হয়। জুলাই🐼-সেপ্টেম্বরে ৪.৫% হারে বেড়েছে জিডিপি। ২০১৩ সালের পর এবারই এত কম হয় জিডিপি বৃদ্ধির হার। যদিও অর্থমন্ত্রী দাবি করেন, আর্থিক বৃ্দ্ধির হার কমলেও মন্দা আসেনি।
অর্থমন্ত্রকের একটি অংশ থেকে বলা হচ্ছে, আর্থিক বৃদ্ধির হার যেখানে নেমেছে, তার থেকে আর নীচে নামবে না। তাহলে কি শীঘ্র উর্ধ্বমুꦦখী হবে 𝓀অর্থনীতির গ্রাফ ? এনিয়ে অর্থমন্ত্রী বলেন, "সেটা বিশ্বাস করতে চাই আমি। আমার বিশ্বাস, কয়েকটি ক্ষেত্রে এটা ঠিক। অন্য কয়েকটি ক্ষেত্রে তাদের হয়ত আরও কিছু সাহায্য লাগবে। আমি এটার দ্বারা প্রভাবিত হই। যদি হয় হবে, তাহলে আমি খুশিই হব।লক্ষ্য হল, আগামী পাঁচ বছরে ১০০ লাখ কোটি টাকা। এটা একটা বড় ছবি। অর্থনৈতিক সঞ্জীবনীর দিকে আমার নজর বেশি রয়েছে।"
অর্থনৈতিকদের মতে, অর্থনীতির গ্রাফ উর্ধ্বমুখী করার সরকারকে আরও এগিয়ে আসতে হবে। এনিয়ে অর্থমন্ত্রী বলেন, আমি বলতেই চাই, এটা (আর্থিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশ) জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরের। ই✱তিমধ্যে আমরা কয়েকটি ঘোষণাও করেছি। এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কের ভূমিকাকে ছোটো করতে চাই না। যারা টাকা নিতে চান, তাঁদের জন্য প্রায় ৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। যা দেশের ৪০০টি জেলাতে হয়েছে। এর অর্থ হল, ভোগের জন্য টাকা পৌঁছাচ্ছে। অন্য উপায় হল, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার।"
অর্থনীতিতে মানুষের হাতে বেশি অর্থের জোগান নিশ্চিত করার জন্য কি আয়করে ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার ? এনিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি। এর মধ্💃যে রয়েছে আয়করের হার কমানো।" তবে আগামী বাজেটে সেই ঘোষণা করা হবে নাকি তার আগে করা হ☂বে, তা খোলসা করে বলেননি অর্থমন্ত্রী।