CAA কে দুঃখজনক আইন আখ্যা দিয়ে প্রত্যাশিতভাবেই বিজেপির আক্রমণের মুখে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মঙ্গলবার এক টুইটে নাদেলাকে আক্রমণ করেন বিজেপির মুখপাত্রী মীনাক্ষী লেখি। তিনি বলেন, ‘সাক্ষরদেরও যে শিক্ষিত হওয়া দরকার তার আদর্শ উদাহরণ নাদেলার মন্তব্য।’মীনাক্ষী বলেন, ‘কেন সাক্ষরদের শিক্ষিত হওয়া দরকার তার প্রকৃষ্ঠ উদাহরণ এই ঘটনা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতেই তৈরি হয়েছে CAA.’ সঙ্গে মীনাক্ষীর প্রশ্ন, কেন সিরিয়ার উদ্বাস্তু মুসলিমদের নাগকিত্ব দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র? CAA কে দুঃখজনক আইন আখ্যা দিয়ে প্রত্যাশিতভাবেই বিজেপির আক্রমণের মুখে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মঙ্গলবার এক টুইটে নাদেলাকে আক্রমণ করেন বিজেপির মুখপাত্রী মীনাক্ষী লেখি। তিনি বলেন, ‘সাক্ষরদেরও যে শিক্ষিত হওয়া দরকার তার আদর্শ উদাহরণ নাদেলার মন্তব্য।’মীনাক্ষী বলেন, ‘কেন সাক্ষরদের শিক্ষিত হওয়া দরকার তার প্রকৃষ্ঠ উদাহরণ এই ঘটনা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতেই তৈরি হয়েছে CAA.’ সঙ্গে মীনাক্ষীর প্রশ্ন, কেন সিরিয়ার উদ্বাস্তু মুসলিমদের নাগকিত্ব দেয় না মার্কিন যুক্তরাষ্ট্র?বলে রাখি সোমবার প্রযুক্তি পত্রিকা বাজফিডের সম্পাদক বেন স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, ‘ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন দুঃখজনক। আমি চাইব বাংলাদেশি কোনও উদ্বাস্তু ভারতে ইউনিকর্নের মতো স্টার্ট আপ সংস্থা তৈরি করুক। বা ইনফোসিসের পরবর্তী সিইও হোন।’ভারত থেকে মার্কিন প্রবাসী নাদেলার এহেন মন্তব্যের আলোচনা শুরু হয়। এক বিবৃতিতে মাইক্রোসফটের তরফে জানানো হয়, নিজের প্রবাসী জীবনের অভিজ্ঞতার কথাই ব্যক্ত করেছেন নাদেলা। বিতর্ক চাপা দিতে নাদেলার পুরো বক্তব্য প্রকাশ করে বাজফিড। তবে তাতে বিজেপিকে রোখা গেল না।