উড়ান শুরু করার ঠিক আগের মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। রানওয়েতে বিমানের চাকার টায়ার ফেটে ঘটল বিপত্তি। ঘটনায় কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের আঘাত বেশি। শনিবার ভোরে ঘটཧনাটি ঘটেছে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়ানের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথায় প্যাসিফিক সংস্থার সিএক্স ৮৮০ বিমান। তার জেরে বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়।
আরও পড়ুন: মাঝ-আকাশে জ্বলছে দুবাইগামী বিমান, কাঠমাণ্ডু থেকে টেক-অফের পꩵরেই আগুন
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি হংকং থেকে লস অ্যাঞ্জেলসে যাওয়ার কথা ছিল। বিমানে ১৭ জন ক্রু সদস্য এবং ২৯৩ জন যাত্রী ছিলেন। বিমান উড়ান শুরু করার জন্য রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় আচমকা বিকট শব্দে ফেটে যায় একটি টায়ার। বুঝতে পেরে এমার্জেন্সি ব্রেক কষে মাঝপথে বিমানটিকে দাঁড় করিয়ে দেন পাইলট। তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায় বিমানটি। এরপরেই পাঁচটি এমার্জেন্সি এক্সিট গেট খুলে দেওয়া হয়। এসকেপ স্লাইডের সাহায্যে বিমান থেকে যাত্রীদের নামানো হয়। সেই সময় ১১ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে নয়জনকে প্꧋রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানের একটি টায়ার অতিরিক্ত গরম হওয়ার ফলে সেটি ফেটে যায়।