মর্মান্তিক দুর্ঘটনা নামিবিয়ায়। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হল একই পরিবারের ১৩ সদস্যের। এছাড়াও, ৫ জন অসুস্থ হয়ে এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কাভাঙ্গো পূর্ব অঞ্চলের কায়োভা গ্রামে। মৃতদের মধ্যে রয়েছে ৮ শিশু, তিন কিশোর এবং দুজন মহিলা। দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাড়িতে পোরিজ তৈরি করেছিল ওই পরিবার। অ্যালকোহলযুক্ত পানীয় মাদকযুক্ত পদার্থের সাথে মেশানো হলে সেটি বিষাক্ত হয়ে ওঠে। কাভাঙ্গো পূর্ব অঞ্চলের কায়োভꩲা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই পরি𒈔বারের ২০ জন সদস্য পোরিজ খেয়েছিলেন। সেটি খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যার মধ্যে ৭জনের মৃত্যু হয় বাড়িতেই। এছাড়া হাসপাতালে আরও ৪জনের মৃত্যু হয꧟়। মৃতদের মধ্যে রয়েছে ২ বছরের শিশু, ಞ৬ বছরের শিশুসহ কয়েকজন কিশোর–কিশোরী। এছাড়াও রয়েছেন দুই মহিলা।
নামিবিয়ার স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানিয়েছে﷽ন, ঘটনাটি ঘটেছে শনিবার। মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে ভরতি থাকা ওই পরিবারের ৫ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।দেশটির স্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই পরিবারের সদস্যরা বাজরার আটা দিয়ে তৈরি পোরিজ নিয়ে এসেছিল। এরপর তার সঙ্গে অ্যালকোহল এবং মাদক মিশিয়েছিল। তার জেরেই খাদ্যে বিষক্রিয়া হয়েছে। মন্ত্রকের তরফে এই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি পরিবারের প্রতি সম꧃বেদনা জানানো হয়েছে।
হাসপাতালে ভরতি পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রক। ইতিমধ্যেই তাদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি, স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রক ওই পরিবারের সদস্যদের কাউন্সেলিং করার জন্য একটি দল মোতায়েন করেছে। এছাড়াও, 💜খাদ্যের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এই ঘটনা꧒র পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ওই এলাকার মানুষদের খাদ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া এবং দূষিত উপকরণের সঙ্গে খাবার মেশানোর বিপদ সম্পর্কে সচেতন করা হবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।