Indigo Flights cancelled for IT outage: কালও বাতিল ইন্ডিগোর বিমান, রইল লিস্ট, ১.৩৫ লাখ কোটি লোকসানের মুখে CrowdStrike?
1 মিনিটে পড়ুন Updated: 19 Jul 2024, 08:26 PM IST-
'প্রস্তর যুগে ফিরে যাচ্ছি', হাতে লেখা বোর্ডিং পাস দেওয়া হল
ক্রাউড স্ট্রাইকের গোলযোগের জন্য ভারতের বিভিন্ন বিমানবন্দরেও স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। সমস্যা 𝐆হচ্ছে চেক-ইন করতে। সেই পরিস্থিতিতে ইন্ডিগোর তরফে হাতে লেখা বোর্ডিং পাসও জারি করা হয়েছে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
হায়দরাবাদ থেকে👍 কলকাতায় আসার বিমানের বোর্ডিং পাসের ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, 'মাইক্রোসফট বা ক্রাউড স্ট্রাইকের গোলযোগের কারণে ভারতের বেশিরভাগে এয়ারপোর্টে প্রভাব পড়েছে। এই প্রথমবার আমি হাতে লেখা বোর্ডিং পাস পেলাম।' একজন আবার বলেন, ‘প্রস্তর যুগে ফিরে 🦋যাচ্ছি।’
ভারতের ব্যাঙ্কিং পরিষেবায় তেমন প্রভাব পড়েনি, দাবি RBI-র
ক্রাউড স্ট্রাইকের গোলযোগের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হলেও ভারতে সেরকম কোনও সমস্যা হয়নি বলে দাবি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ফলে স্🀅বাভাবিক ছন্দেই ব্যাঙ্কিং কাজকর্ম চলেছে।
আরও পড়ুন: CrowdStrike issue🍷 cases global outage: CrowdStrike-র জন্য যত সমস্য💞া! ওটা কী আদতে? কী বললেন CEO?
ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে পুরো গোলযোগ নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমের উপরে একেবারে সাম🔯ান্য প্রভাব পড়েছে। অল্পবিস্তর সমস্যা হয়েছে ১০টি ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিতে। যেগুলি সমাধান হয়ে গিয়েছে বা সমাধানের চেষ্টা করা হচ্ছে।