বাংলা নিউজ > ঘরে বাইরে > First Woman DG of CISF: সিআইএসএফ-এর প্রথম মহিলা DG হলেন নিনা সিং, নোবেলজয়ী অভিজিতের সঙ্গে প্রকাশ করেছেন ২টি গবেষণাপত্রও
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন নিনা সিং। এই প্রথম কোনও মহিলা সিআইএসএফ-এর প্রধান পদে আসীন হলেন। রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার নিনা। তিনি এতদিন সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে ছিলেন। এর আগে সিবিআই-এর গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন তিনি। শুধু তাই নয়, পড়ুশানো ও গবেষণার দিকেও ঝোঁক রয়েছে এই আইপিএস আধিকারিকের। রিপোর্ট অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে দু'টি গবেষণাপত্র প্রকাশ করেছেন নিনা সিং। (আরও পড়ুন: নিজের মেয়েকেই বারবার ধর্ষণ পুলিশকর্মী বাবার! পর্ণশ্ඣরী থানায় অভিযোগ কিশোরীর)