বাংলা নিউজ > ঘরে বাইরে > 1992 Riot Case Arrest: ১৯৯২-এর বাবরি দাঙ্গায় গ্রেফতারি ২০২৪ সালে এসে, এই ধৃত শ্রীকান্ত কে?
৩১ বছর পুরনো দাঙ্গা মামলায় সম্প্রতি কর্ণাটকে গ্রেফতার হয়েছে হিন্দুত্ববাদী নেতা শ্রীকান্ত পুজারি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস এবং রামজন্মভূমি আন্দোলনের সময় দাঙ্গায় জড়িত থাকা অভিযোগে হুবলি থেকে গ্রেফতার করা হয় শ্রীকান্তকে। আর এই গ্রেফতারি ঘিরে কর্ণাটকের রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ১৯৯২ সালের দাঙ্গায় হুবলি জেলার দুর্গাড়বাইলে একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ছিল রাজু ধর্মদাস এবং শ্রীকান্ত পুজারির বিরুদ্ধে। সেই মামলায় রাজু ধর্মদাসকে গতবছর ১৮ ডিসেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। আর প্রা ৩১ বছর পুরনো মামলায় গত ১ জানুয়ারি গ্রেফতার করা হয় শ্রীকান্তকে। আর এই আবহে কর্ণাটকের কংগ্রেস সরকারকে 'হিন্দু বিরোধী' এবং 'আইএসআই সরকার' আখ্যা দিয়েছে বিজেপি। (আরও পড়ুন: আজই কেজরিওয়ালকে গ্রেফতার করবে ইডি? একের পর বিসღ্ফোরক দাবি ▨AAP নেতাদের)