🎶 আমেরিকায় ফের খুন ভারতীয় ছাত্র। শুক্রবার কিছু দুষ্কৃতী তাঁকে গুলি করে খুন করে। নিহত ভারতীয় ছাত্রের নাম সাই তেজা নুকারপু (২২)। তিনি তেলেঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা। পড়াশোনা করার পাশাপাশি একটি পেট্রোল পাম্পে আংশিক সময়ের জন্য কাজ করতেন ওই ছাত্র। পাম্পে কাজ করার সময় তাঁকে গুলি করে পালিয়ে বন্দুকবাজদের একটি দল। ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ছাত্রের মৃতদেহ ভারতে আনার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মর্মান্তিক! আমেরিকায় জন্মদিন পালনের সময় নিজের বন্☂দ꧃ুকের গুলিতে মৃত্যু ভারতীয় ছাত্রের
জানা গি🍸য়েছে, ঘটনাটি ঘটেছে শিকাগোয় । ভারতে বিবিএ সম্পন্ন করার পর মাস তিনেক আগেই উচ্চশিক্ষার জন্য শিকাগো গিয়েছিলেন তেজা। তিনি সেখানে এমবিএ করছিলেন। পাশাপাশি পড়াশোনার খরচ জোগাড় করার জন্য ওই পেট্রোল পাম্পেও অংশ সময়ের জন্য কাজ করতেন। জানা যাচ্ছে, শুক্রবার ক্লাস শেষ করে স্থানীয় সময় সাড়ে ৬টা নাগাদ পেট্রল পাম্পে এসেছিলেন তেজা। সহকর্মীর অনুরোধে তার জায়গায় পেট্রোল পাম্পে কাজ করছিলেন তিনি। সেই সময় একদল দুষ্কৃতী পেট্রোল পাম্পে হানা দেয়। তারা পেট্রোল পাম্পের কর্মীদের কাছ থেকে অর্থ লুট করে। এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা তেজাকে লক্ষ্য করে গুলি চালায়।
তারফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত ছাত্রের এক আত্মীয় জানান, তেজা পেট্রোল পাম্পে আংশিক কাজ করতেন। সহকর্মীর জায়গা▨য় কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক।শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল তেজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যব𒅌স্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কনস্যুলেট নিহতের পরিবার এবং বন্ধুদের সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।