গত ১৩ নভেম্বর জর্জিয🅰়ার আটলান্টায় জন্মদিন উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩ বছর বয়সি ভারতীয় ছাত্র আরিয়ান রেড্ডি। কানসাস স্টেট ইউনিভার্সিটির মাস্টার্স অফ সায়েন্সের ছাত্র রেড্ডি উদযাপনের সময় সম্প্রতি কেনা একটি শিকারের বন্দুক থেকে দুর্ঘটনাক্রমে মিসফায়ার হয়ে যায়। তেলেঙ্গানার সাইরাম নগরের বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিকারের বন্দুকের লাইসেন্স পেয়েছিলেন বলে জানা গিয়েছে ꦇএনডিটিভির প্রতিবেদন অনুসারে।
এনডিটিভির প্রতিবেদনে জানা গিয়েছে, নিজের কেনা শিকারের রাইফেলটি পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত প্রাণ হারান আরিয়ান। গুলির শব্দ শুনে তার ব🦩ন্ধুরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তারা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গুলি তার বুকে লাগে এবং তারা দ্রুত পদক্ষেপ নিলেও তাকে বাঁচানো যায়নি। আদতে তেলেঙ্গানার ভুবনগিরি জেলার বাসিন্দা রেড্ডির পরিবার এখন উপ্পলে থাকে। তার শোকꦓাহত পরিবার তার মৃতদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।♕ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তার নিজের শহরে দেহটিকে পাঠানো হবে।
আরিয়ানের বাবা সুদর্শন রেড্ডি অভিভাবকদের বিদেশে আগ্নেয়াস্ত্র রাখার বিপদ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেౠন, কোনও পরিবারেরইইౠ যেন এমন হৃদয়বিদারক অভিজ্ঞতা না হয়।
আমেরিকায় বন্দুক রাখা নিয়ে রয়েছে নানা বিতর্ক
আমেরিকায় বন্দুক নিজের কাছে 💞রꦛাখা নিয়ে নানা সময়ে নানা বিতর্ক রয়েছে। এই বন্দুক থেকে নানা সময়ে অঘটনও হয়েছে। আগ্নেয়াস্ত্র সম্পর্কিত ঘটনা রোধে বাধ্যতামূলক প্রশিক্ষণ, স্টোরেজ আইন এবং কঠোর ব্যাকগ্রাউন্ড চেকের মতো প্রস্তাবগুলি আলোচনার শীর্ষে রয়েছে।