অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হল ২৩ জন বাংলাদেশি। শনিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে এই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে জিআরপি। এছাড়াও, ওই বাংলাদেশিদের সাহায্য করার জন্য দুজনꦚ ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাংলাদেশিদের কাছে কোনও রকমের নথিপত্র ছিল না। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে জিআরপি।
আরও পড়ুন: কলকাতা স্টেশনে উদ্ধার প্রচুর বৈদেশিক মুদ্রা, পাচারের আগেই ধ💎ৃত বাংলাদেশি ন💧াগরিক
রেল সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে এসেছিল। তাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। ধৃতেরা সকলেই বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অসমের গুয়াহাটি হয়ে তারাꦺ অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। যাত্রার জন্য ট্রেনকেই বেছে নিয়েছিল তারা। আর সেই কাজে ওই দুই ভারতীয় তাদের সাহায্য করছিল। তবে তাদের দেখে সন্দেহ হওয়ায় প্রথমে আটক পরে বাংলাদেশি জানতে পেরে গ্রেফতার করে জিআরপি। ধৃতদের কাছে কোনও নথিপত্র ছিল না। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ ছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, আগরতলা থেকে প্রায়ই বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। এর আগে, আগরতলা রেল স্টেশনে জিআরপি বেআইনিভাবಞে ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৪ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছিল। অভিযুক্তদের সাহায্য করার জন্য একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে জিআরপি জানতে পারে, যে ওই বাংলাদেশি মহিলারদের কয়েকজনের আমদাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল। আর বাকিদের ট্রেনে পুনে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সাহায্য করার জন্য মহম্মদ কাশেম মিঞা নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি🔯 তাদের ভারতে অনুপ্রবেশ ও ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে আগরতলা রেলস্টেশন এবং ত্রিপুরার অন্যান্য অংশে একইভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই স্টেশনটিকে পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে পুলিশের সন্দেহ। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সীম💫ান্ত ৮৫৬ কিলোমিটার দীর্ঘ। আর এই দীর্ঘ সীমান্তকে অনেকেই অনুপ্রবেশের জন্য ব্যবহার করছে।