পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হল চারজনের। ঘটনাগুলি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামে এবং মফঃস্বল থানার ধুরাহি ও দুমদুমি গ্রামে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও দুজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম হল ছবি বাজোয়ার, রুকসানা খাতুন, ভাগ্যবতী মাহাতো এবং নীলমোহন মাহাতো। মৃতদের বয়স ২৫ থেকে🍷 ৫৫ বছরের মধ্যে। এর মধ্যে প্রথম তিনজন মহিলা মাঠে কাজ করছিলেন সেই সময়। বজ্রঘাতে তাঁদের মৃত্যু হয়।
আরও পড়ুন: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কা♏ন্নার রোল!
জানা গিয়েছে, ভাগ্যবতী পুরুলিয়ার মফঃস্বল থানার ধুরাহি গ্রামের বাসিন্দা। তিনি মাঠে ধান রোপণ করার কাজ করছিলেন। সেইসময় আচমকা বৃষ্টি চলে আসে। আর সেই ঘন-ঘন বিদ্যুৎ চমকাতে থাকে🌸। তখন বজ্রঘাতে তিনি ঝলসে যান। ঘটনায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপা🦹তালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাকি দুই মহিলার বাড়ি দুমদুমি গ্রামে। তাঁরাও একইভাবে বাড়ি কিছুটা দূরে মাঠে ধান রোপণ করছিলেন। সেইসময় বৃষ্🍬টির সঙ্গে বাজ পড়ে দু’জন জখম হন। ঘটনার পরেই তাঁদের দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁদের বাঁচাতে পারেননি। তার আগেই তাঁদের মৃত্যু হয়। এছাড়াও, ওই গ্রামের আরও দুই মহিলা বাজ পড়ে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁ🎐দের চিকিৎসা চলছে হাসপাতালে।