প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পেল্লায় মূর্তি। যার উচ্চতা ৪৩ ফুট🍷। এত দূর পর্যন্ত তবু ঠিকই ছিল। কিন্তু, গোল হল অন্য জায়গায়। আসলে একবার ফের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল, রিপাবলিকানদের প্রার্থী ডো꧋নাল্ড ট্রাম্পের ওই মূর্তির শরীরে পোশাকের লেশমাত্র নেই!
হ্যাঁ! ঠিকই পড়ছেন। প্রাক্তন প্রেসিডেন্ট এবং পুনরায় প্রেসিডেন𓃲্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক দৈত্যাকার উলঙ্গ মূর্তি নিয়েই জোর চর্চা শুরু হয়েছে মার্কিন মুলুকে। আমেরিকার লাস ভেগাসে যাতায়াতের পথে দাঁড় করানো হয়েছে এই মূর্তিকে।
লক্ষ্যণীয় বিষয় হল, রবিবারই (২৯ সেপ্টেম্বর, ২০২৪) এখানে নির্বাচনী প্রচার সারতে আসছেন বর্তমানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্🐻বী কমলা হ্যারিস। তার ঠিক আগেই ট্রাম্পের এহেন মূর্তি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
স্থানীয় সংবাদমাধ্যমে এই পেল্লায় মূꦉর্তিকে 'কুটিল এবং অশ্লীল' বলে উল্লেখ করা হচ্ছে।
বিতর্কিত ওই মূর্তি নিয়ে এখনও পর্যন্ত যা♉ যা তথ্য সামনে এসেছে:
এই 𒉰মূর্তিটি তৈরি করা হয়েছে ফোম দিয়ে। এর ওজন প্রায় ৬ হাজার পাউন্ড। অনেকেই ট্রাম্পের এই মূর্তির সঙ্গে তাঁর অতীত বিতর্কগুলির গভীর সম্পর্ক খ🅺ুঁজে পাচ্ছেন।
তাঁরা মনে করছেন, ট্রাম্প যেভাবে নানা কেলেঙ্কারিতে জড়িয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অবিবে෴চকসুলভ মন্তব্য করেছেন, সেদিক দিয়ে দেখতে গেলে তাঁর এই মূর্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূত্রের দাবি, কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার সভার ঠিক☂ আগে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের এই বিরাট নগ্ন মূর্তিটি স্থাপ🗹ন করা হয়। সেটি কত দিন ওই জায়গায় থাকবে, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট খবর নেই।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, নির্বাচনের আবহে ইচ্ছাকৃতভাবেই এই মূর্তি বসানো হয়েছে। যাতে নানা বিতর্কের জ🉐ন্ম দেওয়া যায় এবং তা নিয়ে সর্বক্ষণ আলোচনা চলে। তাহলেই ট্রাম্পের নাম মানুষের মুখে-মুখে ঘুরবে।
তাই, প্রেসিডেন্ট নির্বাচন হওয়া পর্যন্ত যদি এই ಌ✱মূর্তিটি সরানো না হয়, তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
বিষয়টি নিয়ে তাꩲঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে জোর চর্চা 🌟শুরু করেছেন নেট ব্যবহারকারীরা। অনেকেই এই মূর্তিটিকে 'উদ্ভট' বলে উল্লেখ করেছেন। কেউ কেউ আবার বলছেন, মূর্তিটি দেখলে 'গা ছমছম' করছে!
বেশিরভাগ নেট নাগরিকই এই মূর্তির সমা𓆏লোচনা করেছেন। একজন যেমন লিখেছেন - 'কার মনে হয়েছে এটা একটা দারুণ পরিকল্পনা? ওই মূর্তির পাশ দিয়ে প্রতিদিন গাড়ি চালিয়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারছি না।'
অন্যদিকে, আর একজন✨ের বক্তব্য হল - 🀅'আমি ওই উলঙ্গ ব্যক্তির পক্ষেই ভোট দেব।' বোঝাই যাচ্ছে তাঁর অন্তত এই মূ্র্তির ব্যাপারটা বেশ মনে ধরেছে।
কেউ কেউ ✃আবার ট্রাম্পের এই মূর্তির সঙ্গে 'উ𓄧লঙ্গ রাজা'র তুলনা করেছেন।
একজন এক্স ব্যবহারকারী যেমন তাঁর ছোটবেলায় পড়া, ড্যানিশ লেখক ক্রিস্টিয়ান অ্য়ান্ডারসন রচিত 'দ্য এমপেরর'স নিউ ক্লথস'-এর উল্লেখ করেছেন। যে গল্পে একজন অপদার্থ রাজার নির্ব♚ুদ্ধিতা তাঁর প্রজাদের সামনে প্রকাশ হয়ে গিয়েছিল!