গাজার রাফায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। যার মধꦐ্যে রয়েছে বহু শিশু। এই হামলার পরেই ইজরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রথমে ইজরায়েলি সেনাদের দাবি ছিল, তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে। তবে সমালোচনার মুখে পড়তেই ভুল স্বীকার করে নিলেন ইজরায়꧂েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ বলে মন্তব্য করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ইজরায়েলে হামলা চালিয়ে দিল ইরান, ভোর হতে ন♛া হতেই শোনা গেল পরপর বিস্ফোরণ
হামাসের সঙ্গে যুদ্ধ⭕ চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হচ্ছে ইজরায়েল। এমনকী মিত্র দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রও সাধারণ নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য, গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত। তা সত্𝓀ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
রবিবার রাফায় হামলার পরেই ইজরায়েলি সেনা বাহিনী এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে জানিয়েছিল, হামাস জঙ্গিদের একটি ঘাঁটিতে তারা হামলা করেছে। তা🎀তে দুই শীর্ষ স্থানীয় জঙ্গি নিহত হয়েছে। আর এরজন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে কৃতিত্ব দিয়েছিল ইজরায়েলি সেনা। তবে প্যালেস্তাইন দাবি করে আসছিল, শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছিল। যার ফলে গত বছর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ৩৬ হাজার জনের মৃত্যু হয়েছে প্যালেস্তাইনে।