দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৫ সেনা জওয়ান। সন্ত্রাসবাদীরা কেচ জেলার বুলেদা এলাকায় প্রথমে একটি আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনীও পালটা গুলি চালাতে শুরু করে। এই হামলায় তিন 🐷সন্ত্রাসবাদী খতম করেছে পাক সেনা। শনিবার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর ) তরফে বিবৃতি ꦚজারি করে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে বাসে 'বিস্ফোরণ', মৃত ৯ চ♋িনা-সহ♋ ১৩, 'দুর্ঘটনা' বলল সরকারের দফতরই
হামলায় নিহত সেনা জওয়ানদের নাম হল– সিপাহী টিপু রাজ্জাক (২৩)। তিনি সাহিওয়াল জেলার বাসিন্দা। করাচির বাসিন্দা সিপাহী সানি শওকত (২৪), লাসবেলার বাসিন্দা সিপাহী শফি উল্লাহ (২৩), ওরাকজাইয়ের বাসিন্দা তারিক আলি (২৩) এবং মিয়ানওয়ালির বাসিন্দা সিপাহী মুহাম্মদ তারিক খান (২৫)। তাদের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে। এই 🐬শোকের ছায়া নেমেছে সেনা জওয়ানদের পরিবারে।
জানা গিয়েছে, ওই এলাকায় সন্ত্রাসবাদীদের কার্যকলাপ সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাই সন্ত্রাস নির্মূল করতে অভিযান চালাচ্ছে পাক সেনাবাহ💦িনী। তাতেই গুলির লড়াইয়ে নিহত হয় পাক সেনা। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে বালুচিস্তানে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখার জন্য নাশ൲কতার প্রচেষ্টাকে ব্যর্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলে বিবৃতিতে জানিয়েছে।