ওজন ১০ টন। উচ্চতায় ৫০ মিটার। এমন আকারের মোবাইল টাওয়ার হঠাৎ করে উধাও গ্রাম থেকে। ঘটনা উত্তর প্রদেশের। উত্তর প্রদেশের কৌশাম্বীর উজ্জয়িনী গ্রামে এই ঘটনায় হতবাক অনেকেই। বহুবারই আস্ত ব্রিজ চুরির ঘটনা শোনা গিয়েছে। কোথাও রাস্তার লাইট চুরির ঘটনা শোনা গিয়েছে। তবে এবার আস্ত মোবাইল টাওয়ারই হাপ⛦িশ! ঘটনায় ঘুম উড়েছে এলাকার প্রশাসনের।
মোবাইলের টাওয়ার চুরির এই কাণ্ড নিয়ে এলাকাবাসীর অভিযোগ তখনও পায়নি পুলিশ, এমন সময় অভিযোগ আসে টেকনিশিয়ানের কাছ থেকে। ২৯ নভেম্বর ওই টেকনিশিয়ান যে অভিযোগ করেছেন, তাতে উল্লেখ রয়েছে যে, ওই মোবাইল টাওয়ার ৩১ মার্চ থেকে সেখানে নেই। ফলে চুরি যে অনেক দিন আগেই হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। প্রশ্ন হল, কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত? এছাড়াও গ্রামবাসীরা কেন এই চুরি নিয়ে কোনও অভিযোগ করেননি? এদিকে, টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। আইপিসির ধারা ৩৭৯এর আওতায় দায়ের হয়েছে মামলা। শুধু গ্রাম থেকে যে আস্ত মোবাইল টাওয়ার হাপিশ হয়👍েছে, তাই নয়। সঙ্গে একটি ছাউনি, ইলেকট্রিকাল ফিটিং সব গায়েব! মোবাইল টাওয়ার সংলগ্ন যা সমস্ত প্রয়োজনীয় জিনিস ছিল, তার সবটাই গায়েব হয়েছে। জানা গিয়েছে, মোবাইল টাওয়ারের সমস্ত অংশ মিলিে দাম ৮.৫ লাখ টাকা। আর তার পুরোটাই চুরি গিয়েছে। এই তথ্য টেকনিশিয়ান তার অভিযোগে লিখেছেন।
এদিকে, ঘটনায় মাথা খারাপ হয়ে গিয়েছে পুলিশের। সন্দীপন ঘাট পুলিশ স্টেশনের 🥂একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আসে। এদিকে, ওই টেকনিশিয়ান তাঁর অভিযোগে লিখেছেন, জানুয়ারি মাসে তাঁর সংꦏস্থা ওই মোবাইল টাওয়ার উজ্জয়িনী গ্রামে লাগায়। তারপর মার্চ মাস থেকে তার হদিশ নেই। মার্চে এলাকা পরিদর্শনের সময় থেকেই ওই টাওয়ার তিনি দেখেননি বলে জানান টেকনিশিয়ান।