ভয়াবহ নৌকাডুবি মায়ানমারে। যাত্রী বোঝাই করে যাওয়ার সময় দক্ষিণ আন্দামান সাগরে তলিয়ে গেল একটি নৌকা। তারফলে ৭ 🧜জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, নিখোঁজ রয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার। জানা গিয়েছে, নৌকাটি ৭০ থেকে ৭৫ জন যাত্রী নিয়ে কিয়াউক কার দ্বীপ থেকে মায়ানমারের দক্ষিণাঞ্চলীয় তানিনথারির উপকূলীয় শহর মায়েকে যাচ্ছিল। সেই সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহন করার ফলেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন: শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, 🦋মৃত ৫৮, ৩০০ জন থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নৌকাটি রবিবার রাত সাড়ে ৯ টায় কিয়াউক কার দ্বীপ থেকে রওনা দিয়েছিল। সমুদ্রের দিকে যাওয়ার সময় মোহনায় আসার পরেই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। যাত্রা শুরু করার প্রায় ১৫ মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি। তবে গ্রামবাসীদের কেউ কেউ বলেছেন যে নৌকাটির ধারণ ক্ষমতা যেখানে ৩০ থেকে ৪০ জন সেই জায়গায় সেটি প্রায় দ্বিগুণ যাত্রী বহন করে নিয়ে যাচ্ছিল। তাছাড়া, এই সব মানুষের প্রচুর সামগ্রী ছিল। ဣআর সেই সঙ্গে সমুদ্রে প্রবল ঢেউ থাকার কারণে বেসামাল হয়ে ডুবে যায় নৌকাটি।
কিয়াউক কার দ্বীপটি মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যেখানে মায়ানমার সেনাবাহিনী এবং গণতন্ত্রপন্থী গেরিলাদের মধ্যে লড়াই চলছে সেখান থেকে খুব কাছেই অবস্থি🦹ত এই গ্রামটি। জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে সেখানে লড়াই চলছে। তাই নৌকায় চরে নিরাপদ জায়গায় পালিয়ে যাচ্ছিলেন গ্রামবাসীরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।