খাবার ডেলিভারির ক্ষেত্রে বেশ জনপ্রিয় জোমাটো। ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ বছর শেষের রাতে জোমাটোতে খাবার অর্ডার করেছিলেন অনেকেই। আর নতুন বছর আসছে সেই খুশিতে জোমাটোতে টিপসও দিয়েছেন অনেকে। আর শুধু ভারত থেকে ওই দিন জোমাটো টিপস বাবদ পেয়েছে প্রায় ৯৭ লাখ টাকা। জোমাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দ্র গোয়েল এক্স হ্যান্ডেলে সেই টিপসের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, লাভ ইউ ইন্ডিয়া। আপনারা ৯৭ লাখ টাকার টিপস দিয়েছেন।এই পোস্ট করার পরেই কার্যত ঝড় ওঠে সোস্য়াল মিডিয়ায়। এক লাখ দুলাখ নয়, একেবারে ৯৭ লাখ টাকার টিপস গোটা ভারত জুড়ে। তিনি অন্য একটি পোস্টে লিখেছেন ৩১শে ডিসেম্বর শেষবেলায় একেবারে ৪০,০০০ অর্ডার মিলেছে। লাভ ইউ ইন্ডিয়া। সেই সঙ্গে টিপসের কথাও জানিয়েছেন তিনি। গোটা দেশ জুড়েই জনপ্রিয় এই ফুড ডেলিভারি অ্য়াপ। দোরগোড়ায় চলে আসে খাবার। এদিকে অনেকেই এখন অনলাইনে খাবারের অর্ডার করেন। সরাসরি বাড়িতে পৌঁছে যায় খাবার। আর আগের বছরের শেষ দিনে হাজার হাজার মানুষ জোমাটোতে খাবার অর্ডার করেছিলেন। সেখানে কেবলমাত্র টিপসের মাধ্যমেই কিছুটা লাভ হয়েছে ডেলিভারি বয়দের। সেকথাই তুলে ধরেছেন খাবার ডেলিভারি সংস্থার প্রতিষ্ঠাতা।অনেকেই এনিয়ে নানা মন্তব্য করেছেন সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন বেশ খুশির খবর। অপর একজন লিখেছন আপনারা ডেলিভারি বয়দের যেটা দিতে চান না সেটাই দিয়ে দিয়েছেন কাস্টমাররা। এটা বোঝার চেষ্টা করুন।অপর একজন লিখেছেন, কিছুদিন আগে একজন বলেছিলেন এই টিপসের পুরোটা নাকি তারা পান না। এটা কি সত্যি?