উৎপল পরাশর
এক আত্মীয়াকে খুন করেছে বলে সালিশি সভায় দোষী ঘোষণা করা হয়েছিল এক প্রৌঢ়কে। এরপর ৬০ বছর বয়সী সেই ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অসমের লালুনগাঁও এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকাল ꧙৫টা নাগাদ এই ঘটনা হয়েছে।
কালিয়াবরের এসডিপিও মৃন্ময় দাস জানিয়েছেন, সন্ধ্যা ৬টা নাগাদ আমরা খবর পাই একজনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সালিশি সভার🌞 সিদ্ধান্তের পরেই এই ঘটনা হয় 🀅বলে জানা গিয়েছে। রঞ্জিত বরদলুই নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। কাছেই একটি কবর খোঁড়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, রঞ্জিত বরদলুই পেশায় কৃষক ছিলেন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।🔴 ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন মহিলা সহ পাঁচজনকে পুলিশ আটক করে জেরা করছে।
সূত্রের খবর, গত ২ জুলাই গ্রামের পুকুর থেকে সদ্য বিবাহিতা কবিতা পাতা♌র নামে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল। ওই মহিলা রঞ্জিতের আত্মীয়া ছিলেন। তিনি গর্ভবতী ছিলেন বলে খবর। প্রথম💦দিকে অনেকেই ভেবেছিলেন কবিতা জলে ডুবে মারা গিয়েছে🦩ন। পরে এলাকায় রটে যায় কবিতাকে খুন করে পুকুরে ফেলা হয়েছিল।