এবার বিজেপি ৪০০ পারের টার্গেট নিয়ে ভোট ময়দানে নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪০০'র ধারে কাছে যেতে পারেনি বিজেপি। এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুরু হতেই তীব্র হট্টগোল শুরু করে🍎 দেন বিরোধীরা। এসবের মাঝেই একটা গল্প বললেন প্রধানমন্ত্রী।
কী সেই গল্প?
এএনআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স𝄹ংসদে বলেন, আমার একটা ঘটনা মনে পড়ছে। একটা ছেলে ছিল। যে ৯৯ পেয়েছিল। সেটা সে সবাইকে দেখাচ্ছিল। এদিকে সে ৯৯ নম্বর দেখে অনেকেই তাকে উৎসাহ দিচ্ছিলেন। সেই সময় এক শিক্ষক এলেন। তিনি বললেন কেন তুমি মিষ্টি বিলি করছ? সে তো ১০০এর মধ্য়ে ৯৯ পায়নি। সে ৫৪৩-এর মধ্য়ে ৯৯ পেয়েছে। কিন্তু এখন সেই শিশুকে কে বলবে যে তুমি ব্যর্থতায় রেকর্ড করেছ। তীব্র কটাক্ষ মোদীর।এদিন মোদী যতক্ষণ বক্তব্য রাখেন ততক্ষণꦕই দেখা যায় যে বিরোধী বেঞ্চ থেকে চরম স্লোগান চলছে। কিন্তু তার মধ্য়েই বক্তব্🌼য রাখেন মোদী। একটা সময় কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। তার মধ্যেই নতুন গল্প শোনালেন মোদী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত এবার মোদীর নিশানায় কংগ্রেস। বলা ভালো কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এবার কংগ্রেস একলাফে ৯৯ পে🍸য়েছে। কার্যত রাহুলের নেতৃত্বে এবার বড় সাফল্য পেয়েছে কংগ্রেস। সেই নিরিখে গতবারের তুলনায় অনেকটাই কম স্কোর করতে পেরেছে বিজেপি। একক সংখ্য়াগরিষ্ঠতাও মেলেনি। এর জেরে কার্যত এনডিএ শরিকদের সঙ্গে নিয়ে সরকার গড়তে হয়েছে বিজেপিকে। সব মিলিয়ে অ🅺স্বস্তি চরমে। তার মধ্যেই এবার প্রথম থেকেই সংসদে একেবারে দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা।
এদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ও এদিন তীব্র কটাক্ষ করেন। তাঁকে সংসদে বলতে শোনা যায়, ‘আব কি বার ৪০০ পার। ওরা বলেছিল। খেলা শুরু হয়ে গেল। চু কিত কিতও তো খেলা। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কল্যাণ বললেন, ‘কিত কিত কিত কিত…কিত কিত কিত কিত…কি হল! ২৪০।’ একেবারে হাততালিতে ফেটে পড়ে বিরোধী বেঞ্চ। কল্যাণ বলেন, 'স্যার আপনাকেই দেখছি। আপনার মতো এত স্মার্ট আর কেউ নেই স্যার। আপনাকে ছেড়ে তাকে দেখবেন এমনটাও হয় না। এখানে ভালো অভিনেত্রীও আসেন।ꦏ কিন্তু সকলে আপনাকেই দেখেন। আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। সেটা মন কী বাতে হতে পারে। সেটা দিল কি বাতে। মোদীজির গ্যারান্টি আছে। কিন্তু মোদিজীর গ্যারান্টিতে ওয়ারান্টি নেই স্যার। ’