রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতির বাসভবনে এই উপলক্ষ্যে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে গান গাইবেন বাংলার ২ সাংসদ সহ অনেকে। জানা গিয়েছে, চলতি বছর রাজ্যসভা থেকে মোট ৭৭ জন সাংসদ অবসর নিতে চলেছেন। এই উপলক্ষে আগামী ৩১ মার্চ সন্ধ্যায় উপরাষ্ট্রপতির বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটিকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। সেখানে গান গাওয়ার জন্য পাঁচ জন সাংসদকে নির্বাচন করা হয়েছে। এই পাঁচ জন সাংসদ হলেন তৃণমূল সাংসদ দোলা সেন, সংসদের মনোনীত সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, ডিএমকের সাংসদ ত্রিরুচি শিবা, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। এবারে বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদ রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন। কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে আনন্দ শর্মা, পি চিদাম্বরমের মতো ব্যক্তিত্বের নাম রয়েছে। এছাড়াও অনেক বিজেপির প্রতিনিধিও রয়েছেন। এমন অনেকেই রয়েছেন যারা হয়ত রাজ্যসভার উচ্চকক্ষে আর আসবেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান।