কর্ণাটকের বানারঘেটা জাতীয় পার্ক। সেখানেই লেপার্ড সাফারি। পর্যটকদের দল সাফারি বাসে চেপে ঘুরছিলেন। সেই সময় একেবারে ভয়াবহ কাণ্ড। একটি চিতাবাঘ ওই বাসের জানালা দিয়ে উঁকি দেওয়া শুরু করে। ভেতরে পর্যটকের দল চিৎকার শুরু করে দে🦩ন।
এদিকে সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই চিতাবাঘটি একেবারে বাসের জানালার কাছে উঠে পড়েছে। এমনকী জানালা দিয়ে সেই চিতাবাঘটি ভেতরে উঁকি দিতে শুরু করে।
এদিকে লেপার্ড♏টি বাসের ছাদে লাফ মেরে ওঠার চেষ্টা করেছিল। তবে সাফারি বাসের ড্রাইভার একটু পরেই বাস𒁃টি একটু এগিয়ে নিয়ে যান। এরপর লেপার্ডটি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ে।
আধিকারিকদের মতে, রবিবার এই ঘটনাটি হয়েছে।🐻 সাফারি বাসের চালক লেপার্ডের কাছাকাছি চলে এসেছিল। তার জেরেই সেটি বাসের জানালা ধরে ঝুলে পড়েছিল। পর্যটকরাই সেই লেপার্ডের ভিডিয়ো করেছেন।
এক আধিকারিক জানিয়েছেন, প্রথমদিকে পর্যটকরা কিছুটা ভয় পেয়েছিলেন। তবে পরে তাঁরা গোটা বিষয়টি বুঝতে পেরে বেশ খুশি হয়েছেন। তবে প্রতিটি সাফারির জানালা অত্যন্ত সুরক্ষিত। সেখানে বিপদেℱর কোনও সম্ভাবনা নেই। কেউ এই ঘটনায় আহত হননি।