২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের অ্য়াপার্টমেন্টে মিলেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। আর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আদিত্য ঠাকরের জড়িত থাকার অভিযোগ এবার উঠল সংসদের অন্দরে। মহারাষ্ট্রের একনাথ শিন্ডে শিবিরের এমপি রাহুল শিওয়ালে এনিয়ে প্রশ্ন তোলেন। গোটা ঘটনায় সিবিআই তদন্ত বর্তমানে ঠিক কোন অবস্থানে রয়েছে সেটাও জানতে চান তিনি। এর সঙ্গেই অভিযোগ উঠেছে যে আদিত্য ঠাকরে নাকি রিয়া চক্রবর্তীকে অন্তত ৪৪বার ফোন করেছিলেন।সেই প্রসঙ্গই এদিন লোকসভায় তোলেন রাহুল শিওয়ালে। তিনি বলেন, রিয়া চক্রবর্তী ৪৪টি ফোন পেয়েছিলেন AU'র কাছ থেকে। বিহার পুলিশ জানিয়েছে, এইউ মানে আদিত্য উদ্ধব ঠাকরে। কিন্তু সিবিআই তদন্তের স্ট্য়াটাস কী এখন?এদিকে রাহুলের এই বক্তব্য়ের পালটা দিয়েছেন আদিত্য ঠাকরে। তিনি বলেন, যে মানুষটা দলের প্রতি বিশ্বস্ত নন তার কথার কোনও উত্তর আমি দেব না। তিনি বলেন, আমি শুধু আপনাকে বলব আরও ভালোবাসব আপনাকে। কিন্তু যিনি বাড়িতে বিশ্বস্ত নন, দলের মধ্যে বিশ্বস্ত নন, সেই মানুষটার কাছে আমি কিছু প্রত্য়াশা করি না। তারা এখন এসব কথা আনছেন কারণ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে জমি সংক্রান্ত কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। সেকারণেই ইস্য়ুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা।আদিত্য বলেন, তারা যে নোংরাতে নেমেছেন সেখানে আমি নামব না। আমরা পরিষ্কার আছি। এরকম ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না।এদিকে রিয়া ও সেই রহস্য়ময় AU'র মধ্য়ে অন্তত ৪৪বার ফোন হয়েছিল বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। পরবর্তীয় সময় এই ঘটনায় আদিত্য ঠাকরের নাম উঠে আসে। আসলে টুইটারে যে নামটি @AUThackeray হিসাবে রয়েছে তিনি আর কেউ নন আদিত্য ঠাকরে। আর তাতেই দুয়ে দুয়ে চার করেছেন অনেকে।