আম আদমি পার্টি শাসিত দিল্লিতে এবার মুখ্যমন্ত্রী অতিশীর বাসভবনের সামনে দূষিত জল, বোতল থেকে এনে ঢাললেন আপের রাজ্য সভার সদস্য স্বাতী মালিওয়াল। তাঁর অভিযোগ, দিল্লিতে🐼 এই জল মানুষের 🍬কাছে সরবরাহ করা হয়। তাঁর দাবি, যদি ১৫ দিনের মধ্যে দিল্লিতে জল সরবরাহের সমস্যার সমাধান না হয়, তাহলে তিনি পরের বার দিল্লির মুখ্যমন্ত্রীর আবাসের সামনে দূষিত জল ভর্তি ট্যাঙ্ক নিয়ে এসে তা ঢেলে দেবেন।
স্বাতী মালিওয়ালের সাফ বার্তা, যে জল তিনি এনেছেন বোতলবন্দি করে, তা নমুনা মাত্র। তিনি বলছেন, উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। সামনে আসছে ছট উৎসব। সবে মাত্র দিওয়ালি গিয়েছে। এবার দিল্লিতে জলের সমস্যা মেটাতে হবে মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী সরকারে জল বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্বভারও সামলাচ্ছেন। এদিকে, শনিবার অতিশীরই পার্টি আপের সদস্য স্বাতী দাবি করেন, দিল্লির সাগরপুর থেকে বেশ কয়েকজন বাসিন্দা তাঁকে পানীয় জল নিয়ে অভিযোগ করেন। স্বাতী ম𒈔ালিওয়াল বলেন,' সাগরপুর, দ্বারকার লোকজন আমাকে ডেকেছিলেন এবং সেখানকার অবস্থা খুবই খারাপ। একটি বাড়িতে গিয়ে দেখি সেখানে কালো জল সরবরাহ করা হচ্ছে। সেই কালো জল আমি বোতলে ভরে… সেই জল এখানে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিয়ে এসেছি।'
এককালে দিল্লির মহিলা কমিশনের প্রধান ছিলেন স্বাতী মালিওয়াল। তিনি বর্তমানে পার্টির তরফে রাজ্যসভায় সদস্য। সাংসদ স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, ২০১৫ সাল থেকে আপ সরকার দিল্লিতে এই পরিস্থিতি শুধু ঠিক করার কথা বꦅলছে, তবে কার্যকরি কিছু হয়নি। স্বাতী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,' ২০১৫ সাল থেকে আমরা শুনে আসছি যে আগামী বছর সবকিছু ঠিক হয়ে যাবে... যে কালো জল আমি এনেছি - তাদের লজ্জা নেই, দিল্লি কি এটি পান করবে?' অতিশীর বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে স্বাতী মালিওয়াল বলেন,'আমি তাঁর জন্য এই জল রেখে যাচ্ছি। সে এই জল দিয✤়ে স্নান করতে পারেন, এই জল পান করতে পারেন বা তাঁর পাপ শুদ্ধ করতে পারেন… ছট পূজা আসছে। আজ গোবর্ধন পূজা, গতকাল দিওয়ালি আর দিল্লির এই অবস্থা… এই জল খেয়ে কে বাঁচবে? এই জল পান করে কে বাঁচবে?' দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে তোপ দেগে স্বাতী বলেন,'মুখ্যমন্ত্রী জলমন্ত্রীও। প্রতিদিন দশটা প্রেস কনফারেন্স করে মজা করাই কি তাঁর কাজ?'
(Thief 🐬at Birthday Party: একতলায় চলছিল জন্মদিনের পার্টি, সিঁড়ি বেয়ে দোতলায় উঠল চোর! নিঃসাড়ে চুরি✅ সোনা সহ লাখ টাকা)