আদানি পাওয়ার এবং তার বেশ কয়েকজন আধিকারিক কোম্পানি আইন, ২০১৩ লঙ্ঘন করেছেন। চুক্তির রেজিস্টারে সম্পর্কিত-পক্ষের লেনদেন এবং চুক্তি সম্পূর্ণভাবে উল♐্লেখ করা হয়নি। আর সেই কারণেই তাদের জন্য জরিমানা ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC), ﷽গুজরাট এই বিষয়ে জানায়।
আদানি পাওয়ারের চেয়ারম্যান গৌতম আদানি, ম্যানেজিং ডিরেক্টর রাজেশ আদানি এবং ডিরেক্টর বিনীত এস জৈন, প্রত্যেককে ৭৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আরও পড়ুন: Adani Power vs Tata Power Stock Market: Adani নাকি Tata? কোন গ্রুপের বৈদ্যুতিক শেয়ারে টাকা ঢালবে💫ন? জানালেন বিশেষজ্ঞরা
রেজিস্ট্রার অফ কোম্পানিজ জানিয়েছে, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে আদানি পাওয়ার রিলেটেড পার্টির মধ্যে ল𓃲েনদেন করেছে। কিন্তু চুক্তির রেজিস্টারে সেগুলি প্রকাশ করা হয়নি। এটি কোম্পানি আইন ২০১৩-র ১৮৯ ধারার বিরোধী।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আদানি পাওয়ারের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ‘সমস্ত রিলেটেড-পার্টি লেনদেনের উল্লেখ সময়ের সঙ্গে সঙ্গে, ব্যবসার কার্যক্রমের সমসাময়িক ভিত্তিতে করা হয়েছিল। সেই কারণে এটি কোম্পানি আইন, ২০১৩-র ১৮৮ নম্বর ধারার🍨 আওতায় পড়েনি।’
আদানি মুখপা😼ত্র ༺আরও জানিয়েছেন, পর্যাপ্ত কারণ ছাড়াই পরিচালকদের উপর এই জরিমানা আরোপকে তাঁরা পাল্টা চ্যালেঞ্জ করবেন।
কোম্পানি আইনের ২০৬(৪) নম্বর ধারার অধীনে ২০১৮ স𝄹ালের এপ্রিলে কর্পোরেট বিষয়ক মন্🌠ত্রক এই বিষে তদন্তের নির্দেশ দিয়েছিল।
জরিমানার অঙ্ক নির্ধারণ করার সময়, বিচারকারী কর্তৃপক্ষ রায় দেয়, প্রাপ্ত অন্যায্য সুযোগ-সুবিধা বা বিনিয়োগকারীদে🅘র ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন।
প্রেজেন্টিং অফিসার(যিনি বিচারক কর্তৃপক্ষের কাছে মামলার প্রমাণ উপস্থাপন করেন) জানান, প্রত্যেক পরিচালককে প্রতিটি অর্থবর্ষের জন্য আলাদাভাবে জরিমানা করা যেতে পারে। আরও পড়ুন: Adani-Hindenburg: ৬ মাস নয়, SEBI-কে তদন্তের 𝔉জন্য আরও ৩ মাস সময় দিল সুপ্রিম কোর্ট
১৬ মে প্রকাশিত আদেশের ৯০ দিনের মধ্যেই তাঁদের এই জরিমানা পর♊িশোধ করতে ꦇবলা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক