বুধবার আদানি গোষ্ঠীর স্টকে ফের পতন। সৌজন্যে উইকিপিডিয়া। দ্য সাইনপোস্টের রিপোর্ট অনুযায়ী, 'প্রায় নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে༒, আদানি গোষ্ঠীর কর্মীরা উইকিপিডিয়ার এন্ট্রি প্রভাবিত করছেন।'
এদিন আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজের স্টক ৯.💧৭১% হ্রাস পেয়েছে। বেলা ২:২২ নাগাদ𝐆 NSE-তে শেয়ার প্রতি ১,৪১৮.৫০ টাকায় দাঁড়ায়।
আদানি গ্রুপের অন্য অনেক সংস্থাও এদিন লোয়ার সার্কিট হিট করেছে। আদানি পোর্টের স্টক ৫.৭৭ শতাংশ এবং ACC ৫.৭৫ শতাংশ কমেছে। আরও পড়ুন: Adani-তে কি EP🀅FO-র টাকাও বিনিয়োগ করা আছে? জানুন আস🌌ল খবর
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ৪০-টিরও বেশি নিষিদ্ধ বা ব্লকড অপরিচিত অনিরপেক্ষ সম্পাদকরা আদানি পরিবার এবং পারিবারিক ব্যবসা সংক্রান্ত নয়টি লেখা বদল বা সংশোধন করেছেন। তার মধ্যে বেশ কয়েকটি নিবন্ধ নতুন করে এডিট করা হয়েছে। তাতে অ-নিরপেক্ষ লেখা যোগ করা হয়েছে।আদানি গ্রুপ সংক্রান্ত যে পেজটি রয়েছে, সেটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে। সংস্থারই আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক ঘোষিত, পেইড এডিটর এই কাজ করেছেন।' দ্য সাইনপোস্টের প্রকাশিত রিপোর্টে এই উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসনও। এক নতুন টুইটে তিনি লিখেছেন, 'সাইনপোস্টের প্রতিবেদন থেকেই বোঝা যাচ্ছে, কীভাবে আদানি গোষ্ঠী তাদের উইকিপিডিয়া এন্ট্রিগুলিতে সক পাপেট অ্যাকাউন্ট(কাঠের পুতুল)𒊎, অজানা অর্থপ্রাপ্ত এডিটরের মাধ্যমে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে।'
গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, বিপুল অঙ্কের ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়, আদানি গোষ্ঠী বেনামে বিদেশে ‘শেল’ কোম্পানি খুলেছে। আর তার মাধ্যমে ভারতে নিজেদের কোম্পানিরই শেয়ার বেনামে কিনেছে। এদিকে কোনও শেয়ার যত বেশি কেনা হয়, তত তার দাম বাড়ে। এভাবে কৃত্রিমভাবে শেয়ারের চাহিদা ও দাম বৃদ্ধির অভিযোগ তোলা হয়েছে। তাছাড়া বিপুল দামের শেয়ার বন্ধক রেখে সরকারি ব্যাঙ্কের🍷 সমষ্টি থেকে প্রচুর ঋণ তুলেছে আদানি গোষ্ঠী, অভিযোগ ওঠ🧸ে রিপোর্টে।
এরপর থেকে ক্রমেই নিম্নমুখী হয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার দর। আদানি গোষ্ঠী বারবার এই রিপোর্ট 'ভিত্তিহীন' বলে জানিয়েছে। তবে তাতে লাভ হয়নি। দ্রুত হারে নিম্নমুখী হয়েছে সংস্থার স্টক ও বন্ডের দাম। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, আদানি এন্টারপ্রাইজের FPO-ও ভেস্তে যায়। গত মাসের শেষে FPO-র মাধ্যমে প্রায় ২০,০০০ কোটি টাকা তোলার কথা ছিল আদানি গোষ্ঠীর। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দৌলতে, সেই FPO সম্পূর্ণ সাবস্ক্রাইবডও হয়ে যায়। তবে টালমাটাল বাজার পরিস্থিতিতে FPO বাতিল করে দেয় আদানি এন্টারপ্রাইজের বোর্ড। সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় সংস্থা। পরবর্তীতে অবশ্য উত্থান হয় আদানি গ্রুপের শেয়ারের। আরও পড⛦়ুন: নিম্নমꦗুখী শেয়ারের পরিস্থিতি ‘সাময়িক’, দাবি করলেন গৌতম আদানি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউন﷽লোড করার লিঙ্ক