বাংলা নিউজ > ঘরে বাইরে > আদানি উইলমার IPO: রইল অ্যালটমেন্ট, লিস্টিংয়ের তারিখ ও তথ্যাদি
๊ আদানি উইলমারের ৩ দিনের IPO ১৭ গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়🦂েছে। আদানি উইলমার হল আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগ। এই আইপিওর জন্য শেয়ার প্রতি ২১৮-২৩০ টাকার প্রাইস ব্যান্ড সেট করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি, এর বিডিং ওপেন হয়। ৩১ জানুয়ারি বিডিং শেষ হয়।
খুচরা বিনিয়োগকারীরা তাদের বরাদ্দকৃত শেয়ারের ৩.৯২ গুণ সাবস্ক্রাইব করেছেন। অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাঁদের জন্য সংরক্ষিত ২.১৫ কোটি শেয়ারের চেয়ে ৫৬ গুণ বেশি শেয়ার বিড করেছেন। কোয়ালিফায়েড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাঁদের জন্য সংরক্ষিত অংশের ৫.৭৩ গুণ বিড করেছেন।🏅
আরও পড়ুন : বাজেট ২০২২: কোন সেক্টরের সবচেয়ে লাভ হল? চাপে কারা? জেনে রাখুন