⛎ গতকালই মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে ১৬৪-৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন একনাথ শিন্ডে। আর এরপরই আরও এক দফায় উদ্ধব শিবিরের উপর চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করল শিন্ডে শিবির। সোমবার রাতেই উদ্ধব শিবিরের ১৪ জন বিধায়কের বিরুদ্ধে হুইপ ভঙ্গের অভিযোগ আনলেন শিবসেনার নতুন চিফ হুইপ ভারত ভোগাবলে। তবে আদিত্য ঠাকুরের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়নি। জানানো হয়েছে, বালাসাহেব ঠাকরের প্রতি সম্মান জানাতেই আদিত্যর বিরুদ্ধে হুইপ ভঙ্গের নোটিশ আনা হয়নি।
💧রবিবার মহারাষ্ট্রের বিধানসভার স্পিকার নির্বাচিত হন শিন্ডে-ফড়নবীশ জোটের প্রার্থী রাহুল নারভেকর৷ এরপরই তিনি উদ্ধব-শিবিরের চিফ হুইপ সুনীল প্রভুকে সরিয়ে শিন্ডে পন্থী ভারত গোগাওয়ালেকে সেই পদে বসান। উদ্ধবের নিযুক্ত অজয় চৌধুরীকেও শিবসেনার পরিষদীয় দলনেতার পদ থেকে হটিয়ে একনাথ শিন্ডেকে সেই পদে বসান। নারভেকরের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে উদ্ধব শিবির।
🌌এদিকে আদিত্যকে হুইপ অমান্যের নোটিশ জারি না করার প্রসঙ্গে গোগাওয়ালে বলেন, ‘যে সব শিবসেনা বিধায়কেরা মুখ্যমন্ত্রী শিন্ডের পক্ষে ভোট দেননি, তাঁদের বিরুদ্ধে আমরা হুইপ অমান্যের নোটিশ জারি করেছি৷ যদিও বালাসাহেব ঠাকরের প্রতি শ্রদ্ধার কারণে আদিত্য ঠাকরের নাম বাদ রাখা হয়েছে সেই নোটিশ থেকে৷’ এদিন গোগাওয়ালে আরও বলেন, ‘শিবসেনা বিধায়ক হিসেবে দীর্ঘদিন ধরে উদ্ধব এবং আদিত্য ঠাকরের সঙ্গে কাজ করেছি আমরা৷ উদ্ধব শিবিরের বিধায়কদের সঙ্গেও কাজ করেছি আমরা৷ আমরা তাঁদের শ্রদ্ধা করি৷ তাঁদেরও আমাদের কথা ভাবা উচিত ছিল৷’