আফগানিস্তানে প্রবল বৃষ্টির পর হড়পা বানে মারা গিয়েছেন ৩১ জন। নিখোঁজ ৪০ জন। পাকিস্তানেও মারা গিয়েছেন ১৩ জন। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান। কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির পর বন্যা ও ধসে ৩১ জন মারা গিয়েছেন। তালিবানের মুখপাত🃏্র সফিউল্লাহ রহিমি জানিয়েছেন, গত তিনদিনের বৃষ্টিতে মৃত্যুর পাশাপাশি ৭১ জন আহত হয়েছেন। ৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রচুর পশুও মারা গিয়েছে। রহিমি জানিয়েছেন, কাবুল-সহ দেশের বেশ কয়েকটি জায়গায় বন্যা হয়েছে। পশ্চিম কাবুলে অনেকে মারা গিয়েছেন।
গত এপ্রিলেই রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন জানিয়েছিল, আফগানিস্তান টানা তিন বছর খরার মুখে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হ🍬য়েছে। এরপর এই প্রবল বৃষ্টি, বন্যা, ধসে মানুষ বিপর্যস্ত।
তালিবান মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম 𒅌কাবুলে এক পরিবারের চারজন বন্যার জলে ভেসে যান। তাঁরা তখন ঘুমাচ্ছিলেন। বিপর্যয় মোকাবিলা কর্মীরা বন্য়াদুর্গত এলাকায় কাজ করছেন। ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। বন্যা ও ধসে দুর্গত মানুষের সংখ্যা দুই লাখের মতো।
꧙ আঞ্চলিক গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, বন্যায় কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাবুল ও বামিয়ানের মধ্যে সড়ক বন্ধ করে দেওয়🙈া হয়েছে।