আজ প্রকাশিত হয়েছে অসম বোর্ডের উচ্চ মাধ♚্যমিকের ফল। সকাল ৯টার সময় ফল প্রকাশ করার কথা থাকলেও অনেকক্ষণ পর্যন্ত ফল দেখার লিঙ্ক লাইভ করা হয়নি। যদ🃏িও বোর্ডের তরফে জানানো হয়েছে যে ahsec.nic.in ওয়েবসাইটে দেখা যাবে এই ফল। পাশাপাশি resultsassam.nic.in - ওয়েবসাইটেও দেখা যাবে ফল।
তাছাড়া 'Upolobdha app' এবং 'AHSEC result 2021' অ্যাপে এই ফল দেখা যাবে। গুগল প্লে থেকে এই অ🏅্যাপ ডাউনলোড করা যাবে। তাছাড়া ৫৬২৬৩ নম্বরে Assam12<স্পেস>রোল নম্বর টাইপ করে পাঠালেও জানা যাবে ফল। এছাড়াও www.results.shiksha, www.assam.shiksha, assamonline.in, indiaresults.com, exametc.com, schools9.com, assamjobalerts.com, assamresult.in, iresults.net, necareer.com- এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে ফল।
এর আগে অতিমারী আবহে বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অসমে। এর আগে বোর্ড পরীক্ষা মে মাসে নির্ধারিত করা হয়েছিল। তারপর সরকার তা স্থগিত করে দেয়। আবার ৮ জুন সরকার জানায়, অগস্টের প্রথম দুই সপ্তাহের মধ্যে দশম-দ🌟্বাদশের পরীক্ষা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের পথেই হাঁটে অসম সরকার। পরীক্ষা না হওয়ায় বিকল্প মূল্যায়নের মাধ্যমে এই পড়ুয়াদের মার্কস দেওয়া হচ্ছে🦩। দুটি কমিটি গঠন করা হয় যারা দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মূল্যায়ণ করে।