ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কমোরসে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে মোট ১৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। বিমানে থাকা সকলেই এখনও নিখোঁজ। যাত্রীদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছোট সেসনা ছিল। গন্তব্য থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে বিমানটি ব়্যাডার থেকে উধাও হয়ে যায়। বিমানটি কমোরসের রাজধানী মরোনি থেকে উড়ে মোহেলি দ্বীপের ফম্বোনিতে যাচ্ছিল।কমোরসের পরিবহণ মন্ত্রক জানিয়েছে, তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। জোয়েজির উপকূলীয় এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করেছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বিমানে থাকা ১২ জন যাত্রী কমোরসেরই নাগরিক ছিলেন। বিমানের পাইলট দু’জন তানজানিয়ার নাগরিক। মোহেলি এবং মোরোনি দ্বীপের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দেওয়া হচ্ছে সরকারের তরফে।সেদেশের সিনিয়র পুলিশ অফিসার আবদেল-কাদের মহাম্মদ জানান, তিনটি স্পিডবোট আনুমানিক দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের সামগ্রী পাওয়া গিয়েছে। তবে কারোর মৃতদেহ বা জীবিত অবস্থায় এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমরা অনুসন্ধান চালিয়ে যাব। যতদিন আমরা কোনও মৃতদেহ না পাচ্ছি, ততদিন যাত্রীদের জীবিত খুঁজে পাওয়ার আশা আছে।’ এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা প্রতিবেশী ফরাসি অঞ্চল মায়োটের কাছে উদ্ধারকাজে সাহায্য চেয়েছে।