আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তপ্ত কলকাতা। ঠিক সেই অবহে রাজধানী দিল্লির বুকে এক ভয়ঙ্কর ধর্ষণের অভিযোগ সামনে এলꦜ। ফুটপাথে থাকা এক মহিলাকে ধর্ষণ করে ফেলে দেওয়া হল রাস্তায়। এক পথচারী মহিলাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মহিলাকে উ𓆉দ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এইমস হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন।
আরও পড়ুন: জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হꩲল ৭ সদস্যের সিꦇট
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে, মহিলাকে অন্য কোনও জায়গায় যৌন নির্যাতন করে দিল্লির সারাই কালে খান এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। এটি রাজধানীর একটি ব্যস্ততম এলাকা হিসেবেই পরিচিত। পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সি ওই মহিলা আসলে ওড়িশার বাসিন্দা। তিনি এক বছর আগে নিজের শহর ছেড়ে দিল্লিতে এসেছিলেন। তারপর থেকে তিনি দিল্লিতেই থাকছেন। জানা গিয়েছে , নির্যাতিতা দিল্লির কাটয়ারিয়া সরাইয়ে অন্য এক মহিলার সঙ্গে থাকছিলেন। তবে তার সঙ্গে কিছু ঝামেলার কারণে নির্যাতিতাকে গত অগস্টে বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছিল। সেইমতো তিনি বাড়ি ছেড়েছিলেন। কিন্তু, বিকল্প জায়গা না থাকায় তিনি বেশ কয়েকদিন দিল্লির রাস্তায় থাকতে বাধ্য হন। পুলিশ আরও জানতে পেরেছে, নির্যাতিতা একজন স্নাতক। এর আগে তাকে দক্ষিণ-পূর্ব দিল্লির জামরুদপুরে দেখা গিয়েছিল। সেখানে তিনি একটি বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তবে সেই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়๊নি। পুলিশ আরও জানিয়েছে যে মহিলা কিষাণগড়ের একটি এটিএম বুথের ভিতরে এক রাত কাটিয়েছেন।
এদিকে, পুলিশের দাবি, 🏅নির্যাতিতা ক্রমাগত নিজের বক্তব্য পরিবর্তন করছেন এবং পুলিশকে সহযোগিতা করছেন না। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা যেভাবে নিজের বক্তব্য পরিবর্তন করছে তাতে পুলিশ বিভ্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই নির্যাতিতার বাবা মꦆায়ের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
পড়ুন: ময়নাতদন্তে কারচুপি ন🍰েই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শ🐻নাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।