মৌলিক পাঠক
দেশের খনি থেকে উত্তোলিত কয়লার ভয়াবহ সংকট🧸। আর সেই পরিস্থিতিতে এবার আমদানিকৃত কয়লার ব্যবহার বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় পাওয়ার মিনিস্টার আর কে সিং 🧸গুজরাত সহ একাধিক রাজ্যের সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারসরাও ছিলেন মিটিংয়ে। সেখানে মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পাওয়ার প্ল্যান্টগুলোতে দেশিয় কয়লার চাহিদা কমাতে হবে।
মূলত আমদানি করা কয়লা সাধারণত ৪ শতাংশ মিশিয়ে পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়। এবার সেটাই বাড়িয়ে ১০ শতাংশ করার ব্যাপারে বলা হয়েছে। মূলত পাওয়ার প্ল্য়ান্টগুলো♏তে যাতে কয়লার 🌞মজুত ভাণ্ডার যথাযথ থাকে সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে। কারণ কয়লার ভাণ্ডার যথায💝থ না থাকলে বড় সমস্যা হয়ে যেতে পারে বিদ্যুৎ উৎপাদনে।
গুজরাতের এক সরকারি আধিকারিকের মতে, ১১দিন মতো ব্যবহার করা যাবে এমন পর্যাপ্ত কয়লার স্টক রয়েছে পাওয়ার প্ল্যান্টগুলোতে। তবে গুজরাত সরকার যে পদ্ধতিতে সমস্যা মেটানোর চেষ্টা করছে ত🐬া পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যগুলিকেও জানানোর 🦄ব্যাপারে বলা হয়েছে। মূলত দেশিয় কয়লার চাহিদা কমানোর উপরই জোর দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে। সেক্ষেত্ꦍরে আমদানি করা কয়লা দিয়ে ঘাটতি মেটꦺানোর উপর জোর দেওয়া হচ্ছে।