উৎপল পরাশর
আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা খুব শিগগির সরে যাবে অসম থেকে। এই বার্তা কার্যত গুয়াহাটির বুকে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিভিন্ন✨ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা ও রাজ্যের উন্নততর আইনি ব্যবস্থার জেরে এই আইন কিছু অংশে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিজেপির সরকার যেভাবে গত কয়েক বছরে অসমের পরিস্থিতি পাল্টে দিয়েছে, তা বিভিন্ন মাইলস্টোন পার করেছে।
হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসমে বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দেন অমিত শাহ। ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই সভামঞ্চ থেকে অমিত শাহ বলেন, 'বিজেপি সরকারের আগে অসম দেখেছে বোম বিস্ফোরণ, সন্ত্রাস, স্ট্রাইক, মৃত্যু। প্রথম ৬ বছরে প্রথমে সর্বানন্দ সোনোয়াল আর এখন হিমন্দ বিশ্বশর্মা এই ঘটনাগুলির জায়গায় এনে দিয়েছেন শান্তি, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা।' উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন অসম পুলিশের অনুষ্ঠানে প্রেসিডেন্টস ফ্ল্যাগ প্রদানের পর এই অনুষ্ঠানে যোগ দেন। একাধিক কর্মসূচি নিয়ে অসমে পা রেখেই তিনি প্রথমে কামাক্ষ্যা মন্দিন দর্শন করেন। গান পছন🌳্দ না হওয়ায় বিয়ের হই♒চইয়ের মাঝে অতিথিকে গুলি বরের! এরপর ?