মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কানাডিয়ান শাখায় সাইবার হামলার অভিযোগ উঠল। এই গুরুতর অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। চিনের নেতৃত্বেই এই সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছে ওই সংস্থাটি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহল⛦ে। মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, ৫ অক্টোবর সেখানে সা🌜ইবার হামলা চালানো হয়েছিল। এরপরেই তদন্তের জন্য ফরেনসিক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ করে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্য🎃াশনাল কানাডার সেক্রেটারি জেনারেল কেটি নিভ্যাবন্দি জানান, তদন্তে বিভিন্ন সিস্টেম অনুসন্ধান করে তারা জানতে পারছেন চিন এবং হংকং সম্পর্কিত কিছু তথ্য হ্যাক🍃 করা হয়েছে। ফলে এটি চিনের কাজ বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন। তিনি জানান, সাইবার হামলার ফলে সংস্থাটির সমস্ত সিস্টেম তিন সপ্তাহের জন্য অফলাইন ছিল।
🐈 প্রসঙ্গত, অ্যামনেস্টি হল একটি মানবাধিকার সংস্থা। যারা বিশ্বব্যাপী বিভিন্ন মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। সাইবার হামলা ঠেকাতে অগস্টেই সাইবার সিকিউরিটি ফার্ম-রেকর্ডেড ফিউচার অ্যামনেস্টি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসকে তালিকাভুক্ত করেছে। তারপরেও কীভাবে সাইবার হামলা হল তাই নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভ🌳াবে মনে করা হচ্ছে, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তিব্বতি ও অন্যান্য সংঘ্যালঘু গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট হ্যাক করা।