খেলনা বিক্রি করেই মাসে ১,১০,০০০ পাউন্ড (১.১ কোটি টাকা)। মাত্র ১১ বছর বয়সেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে অস꧟্𝓡ট্রেলিয়ার একরত্তী কন্যে। আর এবার অবশেষে 'অবসর' গ্রহণ করতে চলেছে সে। তার যা জমানো টাকা পয়সা, তাই দিয়ে পড়াশোনার খরচ, জীবনযাপন আরামেই চলে যাবে।
১১ বছর বয়সে বেশিরভাগ শিশুই ১০০ টাকার মতো পকেট মানি পেলেই খুশি হয়ে যায়। আর সেখানে পিক্সি কার্টিস নামের এই মেয়ে এই ছোট্ট বয়সেই অ্যাকসেসরিজের ব্র্যান্ড Pixie's Bows চালু করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ব্যবসায় দারুণ সাফল্য পায় সে। আরও পড়ুন: Shark Tank: খাবার অপচয় রোখার ভাবনা নিဣয়ে শার্ক ট্যাঙ্কের মঞ্চে 🐷কলকাতার ২ যুবক, কত বিনিয়োগ এল?
সংস্থার মুখ সে হলেও, আসলে বুদ্ধি তার বাবা মায়েরই। অস্ট্রেলিয়ার নামজাদা বিজ্ঞাপন-জনসংযোগ বিশেষজ্ঞ রক্সি জ্যাসেঙ্কোর মেয়ে পিক্সি।। করোনার সময়ে মনে আছে ফিজেট স্পিনারের ট্রেন্ডের কথা? সেই সময়ে শুধু ফিজেট স্পিনার বেচেই মাসে ১.১ কোটি টাকা করে আ🎉য় করেছিল এই ছোট্ট মেয়ে।
সাধারণত নাবালক সন্তান অভিনয় বা ব্যবসার মাধ্যমে অনেক রোজগার করলে মা-বাবা সব ছেড়ে তাতেই জোর দেন। কিন্তু আপাতত পিক্সি ব্যবসায় বেশি সময় কাটাতে চাইছে না। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা অনুযায়ী এবার তার হাইস্কুলে ভর্তি🍨 হওয়ার পালা। আর সেই কারণেই এবার একটু বেশি করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। আর সেই কারণেই 'আধা-অবসর' নেওয়ার পরিকল্পনা করছে পিক্সি ও তার মা-বাবা।
news.com.au কে দেওয়ার সাক্ষাত্কারে রক্সি জানান, পিক্সি হাই স্কুলে ভর্তি হবে। ফলে এবার একটু পড়াশোনার দিকে বেশি করে মনোনিবেশ করতে হবে। সেই কারণেই তার অনলাইন খেলনার দোকানে আপাতত কম সময় দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাস ধরেই আমরা আমাদের ভবিষ্যতের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। এরপরেই একটি পরিবার হিসাবে আমরা এই সিদ্ধাꦯন্ত নিয়েছি। প্রায় তিন বছর আগে আমরা এই দুর্দান্ত পথে হাঁটতে শুরু করেছিলাম। তবে এবার হাইস্কুলের বিষয়ে মনযোগ দেওয়ার সময়ে এসে গিয়েছে।'
Pixie's Pix নামের অনলাইন স্টোরটি যদিও আগের মতোই চালু থাকবে। তবে ২০১১ সালে যেভাবে এই স্টোর শুরু হয়েছিল, তেমনভাবেই চালানো হবে। শিশুদের চুলের অ্যাকসেসরিজ, চুলের কাঁটা ইত্যাদি জিনিস বিক্রি হবে। কিন্তু নতুন প্রোডাক্ট আনা বা মার্কেটিং করতে দেখা যাবে না ১১ বছরের পিক্সিকে। আরও পড়ুন: খ্যাতির মধ্যগগনে থাকাকালীন অল্প বয়সেই মৃত্যু হয়েছে এই টলিউড অভিনꦰেতাদের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক