ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইজরায়েল–হামাসের রক্তক্ষয়ী লড়াই। গাজা ভূখণ্ডে ঢুকে তীব্র আক্রমণ চলাচ꧂্ছে ইজরায়েল। পালটা হামাস জঙ্গিরাও আক্রমণ চালাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষ🃏ে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটছে। এবার নিহত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ইজরায়েলি সেনা। দক্ষিণ ইজরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা ২০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ওই সেনা জওয়ান হালেল সলোমনের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন শহরের মেয়র বেনি বিটন।
আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে🐻 বোমা বর্ষণ ইজরায়ে🦂লের, হামাস কমান্ডারের মৃত্যু
মেয়র নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে আমরা ঘোষণা করছি যে গাজার যুদ্ধে ডিয়ামোনা পুত্র হালেল সলোমনের মৃত্যু হয়েছে। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। হালেল দেশের জন্য একজন নিবেদিতপ্রাণ। তাঁর ✱মৃত্যুতে পুরো শহর শোকাহত।’ সলোমন ইজরায়েলি সেনার একজন স্টাফ সার্জেন্ট ছিলেন। তিনি ডিয়ামোনা শহরের বাসিন্দা। এটি হল ইজরায়েলের দক্ষিণে একটি শহর।এই শহরটিতে ভারতীয় বংশোদ্ভূত ইহুদীদের বসবাস। সেই কারণে এই শহরকে অনেকে ‘ছোট ভারত’ও বলে থাকেন। ডিয়ামোনা শহরের ভারতীয় বংশোদ্ভুতরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গাজায় এ পর্যন্ত যুদ্ধে অন্তত ১১ ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি এবং কঠিন যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, দেশের প্রতিটি গুরুত্ব অপরিসীম। ইজরায়েলের সমস্ত মানুষ তাঁদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা জানায়। এই কঠিন সময়ে সরকার তাঁদের পরিবারের পাশে আছে।তিনি বলেন, ‘আমি ইজরায়েলের নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কাজটি সম্পূꦫর্ণ করব। যুদ্ধে জয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।