একের পর এক খারাপ খবর আসছে ইউক্রেন থেকে। একেবারে দিশেহারা অবস্থা। ভারতীয় ছাত্রেদের অনেকেই আটকে আছেন ইউক্রেনে। এই বাংলা থেকেও পড়াশোনা করতে অনেকেই ইউক্রেনে গিয়েছিলেন। তাঁদের অনেকেই ইউক্রেনে আটকে পড়েছেন। যার জেরে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। আর ইউক্রেনে আটকে পড়া পূর্বস্থলীর পড়ুয়ার কথা জেনে রাতের ঘুম উড়ে গিয়েছে পরিবারের লোকজনের। পরিবার সূত্রে খবর, মাটির তলায় গোপন সুরঙ্গে কোনওরকমে ঠাঁই পেয়েছেন পূর্বস্থলীর পড়ুয়া, শেখ আকিব মহম্মদ। আদতে তিনি পূর্বস্থলীর চুপি কালিতলা এলাকার বাসিন্দা। মাটির নীচে গোপন সুরঙ্গে আশ্রয় নিয়েছেন তিনি। তবে তিনি শারীরিকভাবে কিছুটা মোটা চেহারার। সেকারণে গোপন সুরঙ্গে তাঁর কিছুটা শ্বাসকষ্টও হচ্ছে। আপাতত কিছু শুকনো খাবার নিয়ে সুরঙ্গের মধ্যেই রয়েছেন। পরিবার সূত্রে খবর, ২০০৮ সালে তিনি খারকিভ ন্যাশানাল মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য গিয়েছিলেন। পরিস্থিতি বেগতিক হয়ে যাওয়ায় বৃহস্পতিবার তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। অন্তত ৫০০ জন ভারতীয় ছাত্রছাত্রী তাঁর সঙ্গেই আটকে পড়েছেন বলে সূত্রের খবর। এদিকে পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বেগের মধ্যে প্রহর গুণছেন। সকলেই চাইছেন, সরকার উপযুক্ত ব্য়বস্থা নিক। তাঁদের ঘরের ছেলে ঘরে ফিরে আসুক।