অনেকেই ধোসা খেতে ভালবাসেন। কিন্তু কাউকে রোবটের মতো দ্রুত হারে ধোসা বানাতে কখনও দেখেছেন? আজ্ঞে হ্যাঁ, মনোযোগ ও অভিজ্ঞতা থাকলে যে সেটাও সম্ভব, তাই প্রমাণ করলেন এক ধোসা বিক্রেতা।কয়েক সেকেন্ডের মধ্যে ধোসা ভাঁজ করে কেটে দিচ্ছেন। তারপর প্লেটে তুলে তা অভিনব কায়দায় ছুঁড়ে দিচ্ছেন। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিয়োটি শেয়ার করেছেন মহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মহিন্দ্রা। যথার্থই লিখেছেন, 'এই ভদ্রলোকের সামনে রোবটদের ধীরগতির যন্ত্রপাতি মনে হবে। ওনার এত দ্রুত কাজ দেখেই আমি যেন ক্লান্ত হয়ে গিয়েছি। আর সেই সঙ্গে কিছুটা যেন খিদেও পেয়ে গেল।'দেখুন সেই ভিডিয়ো: এর আগে সোশ্যাল মিডিয়ায় ধোসা নিয়ে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে ফ্লাইয়িং ধোসা বানাচ্ছিলেন এক বিক্রেতা। নিমেষের মধ্যে ধোসা বানিয়ে অনেকটা উঁচুতে ছুঁড়ে দিচ্ছিলেন তিনি। আর তা পটু হাতে থালায় লুফে নিচ্ছিলেন তাঁর সঙ্গী। দেখুন সেই ভিডিয়ো: ভিডিয়োগুলো কেমন লাগল? দেখে আপনারও খিদে পেয়ে গেল না তো? কমেন্টে জানাতে ভুলবেন না!