আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ১০০ শতাংশ ডবল-ডোজ কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কোভিশিল্ড ব্যবহার করে এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে আন্দামান ও নিকোবারে। এর ফলে এটি প্রথম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে যেখানে ১০০ শতাংশ ডবল-ডোজ কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে। রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে।কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন টুইট বার্তায় বলা হয়েছে, ‘আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ১০০ শতাংশ কোভিড ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কোভিশ্লিড ব্যবহার করে কৃতিত্ব অর্জন করেছে আন্দামান ও নিকোবার। প্রথম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে আন্দামান ও নিকোবার৷ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে প্রতিকূলতা কাটিয়ে উঠে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে৷’টুইটে প্রশাসনের তরফে আরও বলা হয়, ‘আন্দামান ও নিকোবরে টিকা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে উত্তর থেকে দক্ষিণে ৮০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত অঞ্চলে ৮৩৬টি দ্বীপে সমুদ্র, অত্যন্ত ঘন জঙ্গল, পাহাড় এবং প্রতিকূল আবহাওয়া পার করে এই টিকাকরণ করতে হয়েছে।’উল্লেখ্য, নতুন দুটি সক্রিয় কেসের জেরে আন্দামান ও নিকোবরে সংক্রমণের মোট কেস সংখ্যা ৭০৭১। গত চব্বিশ ঘণ্টায় এখানে কোভিডে কারোর মৃত্যু হয়নি। আন্দামান ও নিকোবরে মোট মৃতের সংখ্যা ১২৯।