খুন নয়, উপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছিল আমতার ছাত্রনেতা আনিস খানের। সোমবার এই মর্মেই উলুবেড়িয়া আদালতে চার্জশꦉিট জমা দিল পুলিশ। এদিকে পরিবারের তরফে বার বার দাবি করা হয়েছিল প❀ুলিশই খুন করেছিল আনিস খানকে। তবে চার্জশিটে অবশ্য তেমন কিছু উল্লেখ নেই।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে আনিস খানের। তাকে খুন করা হয়নি। চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের। চার্জিশিটে আমতা থানার তৎকালীন ওসির নামও রয়েছে। তবে তাৎপর্যপূ🥃র্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে আনিসকে খুন করা হয়নি।
কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে বিত𝐆র্কিত পোস্টের পরেই আনিসের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তবে সেখানে উল্লেখ করা হয়েছে, প্রক্রিয়া মেনে আনিসের বাড়িতে হান𓆉া দেয়নি পুলিশ। তবে পুলিশের হানার পরেই উপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল আনিসের।
সিটের চার্জশিট অনুসারে খবর, মোট ৯জন পুলিশ কর্মী সেদিন আনিসের বাড়িতে গিয়েছিলেন। তবে দুর্ঘট🎉নাজনিত কারনে আনিস🀅ের মৃত্যু হয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই জানিয়েছে স্পেশাল ইনভেসটিগেশন টিম।
এদিকে আনিস খানের মৃত্যুর পরে উত্তাল হয়েছিল বাংলা। আনিস খানের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে চলে আন্দোলন। পরিবারের তরফেও পুলিশকে কাঠগড়ꩵায় তোলা হয়েছিল।