আবারও গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া ইসলাജমিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : ইয়ে লো আজাদি- পুলꩲিশের সামনেই CAA বিরোধী জামিয়ার মিছিলে গুলি চালাল যুবꦛক
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রবিবা💮র রাতেও জামিয়া চত্বরে বিক্ষোভ চলছিল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্নাতক স্তরের এক আইন পড়ুয়া আরশান আফাক। তিনি জানান, চলন্ত গাড়ি থেকে গুলি চালানো হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'পাঁচ নম্বর গেটের কাছে প্রথম গুলি চালানো হয়। (গাড়িটি) এক নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় আরও একবার গুলির আওয়াজ শোনা যায়। কেউ আহত না হলেও এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা গাড়িটির নম্বর টুকে রেখেছি।'
আরও পড়ুন : দিল্লিতে জামিয়🎃ার কাছে মিছিলের ওপর চলল গুলি, আহত এক, ধৃত বন্দুকধারী:
জামিয়ার নিরাপত্তারক্ষীরা জানান, স্কুটি চেপে ওখলার দিকে থেকে দু'জন এসেছিল। তারা জুল্লেনার দ🅷িকে চলে যায়।
আরও পড়ুন : জামিয়ায় গুলি- এত তাড়াতাড়ি🉐 ঘটল, কিছু করতে পারিনি, স্বীকারোক্তি দিলဣ্লি পুলিশ কর্তার
গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অ্যাডিশনাল ডিসিপি (দক্ষিণ-পূর্ব) কুমার গ্যানেশ বলেন, 'জামিয়া নগরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তবে গুলির খোল মেলেনি। দুষ্কৃতীরা কী গাড়ি চেপে এসেছিলে, তা নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে। কেꩲউ🦋 বলছেন, স্কুটি চেপে এসেছিল দুষ্কৃতীরা। কেউ আবার বলছেন, চারচাকা গাড়ি করে এসে গুলি চালানো হয়েছে।'
আরও পড়ুন : 'ꦇগডসের মতো প্🅺রকৃত দেশপ্রেমী' জামিয়ার বন্দুকবাজ, তাকে সংবর্ধনা দেওয়া হবে- হিন্দু মহাসভা
ঘটনার পর পাঁচ নম্বর গেটের বাইরে বিক্ষোভ শুরু করেন জামไিয়ার পড়ুয়ারা। সেখান থেকে 'দিল্লি পুলিশ হায় হায়' স্লোগান ওঠে𒐪। ঘটনায় অভিযোগ দায়েরের দাবিতে রাতেই জামিয়া নগর থানার বাইরে জমায়েত হন পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ পর এফআইআর দায়ের করে পুলিশ।
আরও পড়ুন : জা꧑মিয়ার বন্দু🐽কবাজকে কে টাকা দিয়েছিল, জানতে চান রাহুল: : :
পরে এসিপি জগদীশ যাদব বলেন, 'বয়ান রেকর্ড করা হয়েছে। ✱তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারা (খুনের চেষ্টা) ও অস্ত্র আইনের ২৭ নম্বর ধারায় মামলা রুজু 💎হয়েছে। ঘটনাস্থলে যাবে পুলিশ। পাঁচ ও সাত নম্বর গেটের বাইরে থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করবে। আরও যে তথ্য উঠে আসবে, তাও এফআইআরে ঢোকানো হবেে। ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পডএই দেশে হিন্দুরাই শেষ কথা বলবে, হুঙ্কার দিয়ে শাহি꧅নবাগে গুলি চালাল আততায়ী
উল্লেখ্য, গত চারদিনে দিল্লিতে এই নিয়ে তিনবার গুলি চলল। শনিবার শাহিনাবাগে গুলি চালায় একজন। তಌার তিন দিন আগে জামিয়ার বাইরে সিএএ বিরোধী আন্দোলনে পড়ুয়াদের গুলি চালানো হয়। তার রেশ কাটার আগেই ফের গুলি চলার ঘটনায় দিল্লি 🍷পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।