রাক্ষস বা হিংস্র যন্ত্রণায় মস্তিষ্ক খেয়ে ফেলল অতি ক্ষুদ্র অণুজীব জীব অ্যামিবা। যার বৈজ্ঞানিক নাম হল- অ্যামিবিক মেনিন গোয়েনসেফালাইটিস। এরফলে ফলে কারণে মৃত্যু হল ১৪ বছরের আরও এক কিশোরের। এই নিয়ে মে থেকে জুলাই মাসের মধ্যে রাজ্যে তিনটি এই ধরনের ঘটনা ঘটল। জানা যায়, ওই কিশোর বেশ কয়েকদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার রাত ১১:৩০ টা না൩গাদ তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে একথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ঘিলুখেকো অ্যামিবাই প্রাণ কাড়ল আবা꧑র, মৃত্যুর আগে পর্যন্ত বোঝাই🐟 যায়নি রোগ
জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালে অ্যামিবিক মেনিন গোয়েনসেফালাই🐼টিসের চিকিৎসা চলছিল কিশোরের। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, কিশোরটি কয়েকদিন আগেই এলাকার একটি ছোট পুকুরে স্নান করতে নেমেছিল। তার কয়েকদিন পরেই সে অসুস্থ হয়ে পড়েছিল। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। আগেই এনিয়ে অবশ্য সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় এই সংক্রমণ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও একইভাবে এই জাতীয় অ্যামিবার সংক্রমণের ঘটনা ঘটেছে রাজ্যে। প্রথম ঘটনাটি ঘটেছিল গত ২১ মে 💛মালাপ্পুরামে। সেখানে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ৫ বছর বয়সি এক শিশুর। তারপরে কান𝓀্নুর জেলায় গত ২৫ জুন ১৩ বছর বয়সি এক কিশোরীর মৃত্যু হয়। আর এবার আরও একজনের মৃত্যু হল।